রাজ্য

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের ব্যাঙ্কের নথিতে রয়েছে বনির নাম, এবার টলি অভিনেতাকে তলব করল ইডি

নিয়োগ দুর্নীতি নিয়ে কোমর বেঁধে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার এই প্রথম এই নিয়োগ দুর্নীতিতে কোনও টলি অভিনেতাকে তলব করা হল। এর আগে এক রহস্যময়ী নারী টলিউডের অভিনেত্রীর নাম জড়িয়েছিল এই মামলায়। এবার এই মামলায় উঠে এল এক অভিনেতার নাম। জানা গিয়েছে, আগামীকাল, শুক্রবার বনি সেনগুপ্তকে তলব করা হয়েছে ইডি-র দফতরে।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিপত্র দেখে উঠে এসেছে এই অভিনেতার নাম। কুন্তলের ব্যাঙ্কের নথিতে নাম রয়েছে বনির। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল অভিনেতাকে।

কুন্তলের গ্রেফতারির পর থেকেই একের পর এক নাম উঠতে শুরু করেছে এই দুর্নীতিতে। এবার এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ হল টলিউডের নামও। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। সেই সূত্র ধরেই বনিকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তাঁর আয়-ব্যয় সংক্রান্ত সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে বনিকে।

ইডির দফতরে যাওয়া নিয়ে অভিনেতা বলেন, “হ্যাঁ হ্যাঁ! না যাওয়ার কী আছে”? এর আগে অনেকেই দাবি করেছেন যে নিয়োগ দুর্নীতির সঙ্গে টলিউডের একটা যোগ রয়েছে। দুর্নীতির কালো টাকা গিয়েছে টলিউডে। আর এবার টলি অভিনেতাকে তলব করল ইডি। সত্যিই দুর্নীতির টাকা টলিউডে গিয়েছে কী না, তা তো এবার সময়ই বলবে।

ঘটনাচক্রে, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে শুক্রবার শান্তনুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

Back to top button
%d bloggers like this: