বদলে গেল সূর্যকান্ত মিশ্রের ফেসবুকের ডিপি, হ্যাকারের জালে বামনেতা, সূর্যকান্তের জায়গায় দক্ষিণী ছবির হিরো ‘সুরিয়া’র ছবি

সম্প্রতি রাজ্যের নানান নির্বাচনের প্রচারের (election campaign) জন্য ডিজিটাল মাধ্যমকে (social media) হাতিয়ার করেছে সিপিএম (CPM)। নানান প্যারোডি থেকে শুরু করে ডিজিটাল ম্যানিফেস্টো, সব ক্ষেত্রেই পুরনো ছক ভাঙার চেষ্টা চালাচ্ছে বামেরা। কিন্তু সেই ডিজিটালাইজড হতে গিয়েই এবার বড় বিপাকে পড়লেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো নেতা সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)।
জানা গিয়েছে, বাম নেতা সূর্যকান্ত মিশ্রর ফেসবুক পাতার ইউআরএল বদলে দেয় এই হ্যাকাররা। https://www.facebook.com/surjyakmishra এই পেজের এই ইউআরএল বদলে https://www.facebook.com/Surjyaoffcie করা হয় বলে জানানো হয়েছে দলের তরফে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সূর্যকান্ত। প্রায় সময়ই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নানান বিষয়ে নিজের বক্তব্য রাখেন তিনি। দলের রাজনৈতিক অবস্থান জানিয়েও নানান পোস্ট করেন।
কিন্তু হঠাৎ ফেসবুকে তাঁর পেজটি খুঁজে পাওয়া যায় না। এর জেরে সমর্থকরাও বেশ বিচলিত হয়ে পড়েন। দলের তরফে জানানো হয়েছে যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র। এই বিষয়ে আইনি পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে।
গতকাল, রবিবার সকালে আচমকাই দেখা যায় যে বদলে গিয়েছে সূর্যকান্ত মিশ্রের ফেসবুকের প্রোফাইল পিকচারটি। সেখানে সূর্যকান্তের ছবির বদলে দেখা যায় দক্ষিণী অভিনেতা সুরিয়ার ছবি। এরপরই দলের তরফে জানানো হয় যে তাঁর পেজটি হ্যাক করা হয়েছে।
দলের ফেসবুক পেজের তরফে লেখা হয়, “CPI(M) পলিটব্যুরো সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্রর ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। https://www.facebook.com/surjyakmishra এই ইউআরএলটি পরিবর্তন করে https://www.facebook.com/Surjyaoffcie করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। খুব শীঘ্র এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে বিচলিত না হয়ে ধৈর্য্য ধরতে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে”।