রক্ষাকবচ উঠতেই এফআইআর দায়ের শুভেন্দুর বিরুদ্ধে, ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় প্ররোচনার অভিযোগ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপরই মহাবিপাকে পড়লেন তিনি। এফআইআর দায়ের হল নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার পুলিশ এই এফআইআর দায়ের করেছে। রক্ষাকবচ উঠে যাওয়ার পাঁচদিনের মধ্যেই দায়ের হল এফআইআর যা নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
কেন দায়ের হল এই এফআইআর?
আসলে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। অভিযোগ, সেই ঘটনাতে প্ররোচনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল, মঙ্গলবার এই এফআইআর করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, মোহনপুর থানায় যে এফআইআর দায়ের হয়েছে, তার নম্বর ১৮৬। ভারতীয় দণ্ডবিধির ২০৯, ১২০ বি, ১৫৩, ১৫৩এ, ১৭১এফ, ১৭১জি, ৩৫৩, ৫০৫(১), ৫০৫(২)- এই এতগুলি ধারায় শুভেন্দু অধিকারীর নামে মামলা দায়ের হয়েছে বলে খবর।
কী রক্ষাকবচ ছিল শুভেন্দুর?
২০২২ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রক্ষাকবচ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতাকে। শুভেন্দুর বিরুদ্ধে হওয়া ২৬টি মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি। বিচারপতি এও জানান, শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না। এমনও নির্দেশ দেওয়া হয়েছিল যে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।
সেই কারণেই এতদিন কোনও এফআইআর করা যাচ্ছিল না বিরোধী দলনেতার বিরুদ্ধে। তবে গত সপ্তাহেই শুভেন্দুর এই রক্ষাকবচ তুলে নিয়েছে হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি এই বেঞ্চের তরফে এও জানানো হয়েছে যে এরপর থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতির আর কোনও প্রয়োজন নেই। সেই নির্দেশের পরই এবার শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।