রাজ্য

BREAKING: ভাঙন অব্যাহত! নিঃশর্তে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী ৫ বিধায়ক

গত শুক্রবারই তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা। এবারের এই তালিকায় অনেক মুখ দেখা গিয়েছে প্রার্থী হিসেবে। একইসঙ্গে অনেক পুরনো বিধায়ককে প্রার্থী তালিকা থেকে সরানোও হয়েছে। এই নিয়ে সরব হয়েছিলেন টিকিট না পাওয়া তৃণমূল বিধায়কেরা। অনেকেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করতে যান। ইচ্ছাপ্রকাশ করেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার। সেইমতোই তৃণমূলের ৫ প্রভাবশালী বিধায়ক নিঃশর্তে আজ, সোমবার যোগ দিলেন বিজেপিতে।

এদিন গেরুয়া পতাকা হাতেব তুলে নিলেন সাতগাছিয়ার বিধায়ক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ‘ছায়াসঙ্গী’ সোনালী গুহ। নির্বাচনে টিকিট না পাওয়ায় ভেঙে পড়েন সোনালী। প্রার্থী তালিকা ঘোষণা পরই সংবাদমাধ্যমের সামনে হাপুস নয়নে কেঁদে ভাসান তিনি। এরপর শনিবার তিনি জানান যে মুকুল রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বিজেপিতে যাচ্ছে। দল ছাড়তে কষ্ট হলেও, তাঁকে এটা করতেই হবে বলেও জানান সোনালী। সেই কথা মতোই আজ পদ্মফুলে যোগ দিলেন তিনি।

আরও পড়ুন- আজই বিজেপিতে সোনালী, টিকিট না পেয়ে মমতার একসময়ের ‘ছায়াসঙ্গী’ এবার গেরুয়া শিবিরের ছত্রছায়ায়

এদিন বিজেপিতে যোগ দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই ওরফে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবারের নির্বাচনে সিঙ্গুর থেকে বেচারাম মান্নাকে প্রার্থী করা হয়েছে। তিনি আগেই জানিয়েছিলেন যে ভোটে টিকিট না পেলে তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবেন। জানা যাচ্ছে, বিজেপির তরফ থেকে তিনি এবারের নির্বাচনে দাঁড়াতে পারেন।

আরও পড়ুন- বড়সড় ভাঙনের মুখে তৃণমূল, বিজেপিতে যোগ দিচ্ছেন সিঙ্গুর আন্দোলনের নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য

এছাড়াও, বিজেপিতে যোগ দিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। বিজেপিতে এসেছেন বসিরহাট দক্ষিণের দীপেন্দু বিশ্বাস। প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে তিনি বলেছিলেন যে তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাও কেন তাঁকে টিকিট দেওয়া হল না। শুধু এঁরাই নন, এদিন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দারও। একের পর এক বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় কার্যত ভেঙে পড়েছে শাসকদল।

Back to top button
%d bloggers like this: