রাজ্য

এসএসসি নিয়োগ দুর্নীতির জের, এবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় (SSC scam case) এবার সিবিআই (CBI) গ্রেফতার করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya)। এর আগে এই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly), শান্তিপ্রসাদ সিনহা (Shanti Prasad Sinha), অশোক সাহা (Ashok Saha)। এরপর গ্রেফতার হলেন সুবীরেশ ভট্টাচার্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে সিবিআইয়ের গ্রেফতারির সংখ্যা মোট ৬।

গত জুলাই মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এরপর সিবিআই গ্রেফতার করে এসএসসির উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। এরপর গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আপাতত এরা সকলেই রয়েছেন সিবিআই হেফাজতে। এবার এই তালিকায় নতুন নাম যোগ হল সুবীরেশ ভট্টাচার্যের।

গতকাল, রবিবার সুবীরেশ ভট্টাচার্যকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এদিন হাজিরা দেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ধৃত এসপি সিনহার জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই তথ্য নিয়ে এদিন জেরা করা হয় উত্তরবঙ্গ উপাচার্যকে। কিন্তু তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে বলে জানা গিয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করে সিবিআই।  

প্রসঙ্গত, ২০১৪ থেকে ২০১৮, এই চাএ বছর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি রঞ্জিত বাগের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির রিপোর্ট অনুযায়ী এসএসসি-তে ৩৮১ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। এর মধ্যে ২২২ জন পরীক্ষাই দেয়নি।

এই নিয়ে চলছিল বিচার বিভাগীয় তদন্ত। সিবিআইয়ের নজর ছিল সুবীরেশ ভট্টাচার্যের উপর। গত ২৪শে আগস্ট সরাসরি তাঁর ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। তাঁর কোয়ার্টার ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁর বাঁশদ্রোনীর ফ্ল্যাটও সিল করে দেওয়া হয়। দফায় দফায় জেরার পর এবার অবশেষে গ্রেফতার করা হল সুবীরেশ ভট্টাচার্যকে।

Back to top button
%d bloggers like this: