রাজ্য

বাংলায় রাজনৈতিক হিংসা বন্ধ হওয়া দরকার: নির্বাচনী প্রচারে রাজ্যে আসার আগে বার্তা গৌতম গম্ভীরের

কলকাতার সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের নিবিড় সম্পর্ক। বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সরিয়ে দিলে অধিনায়ক হিসেবে গম্ভীর দলকে দুইবার আইপিএল ট্রফি জেতান। ফলে কিছুটা হলেও বাঙালি আবেগ জড়িয়ে আছে এই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে। এবার সেই আবেগকেই কাজে লাগাতে তৎপর বঙ্গ বিজেপি। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনী প্রচারে এবার রাজ্যে আসতে চলেছেন গৌতম গম্ভীর।

দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর আগামী ২২ মার্চ থেকে প্রচার করতে রাজ্যে আসবেন বলে খবর রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও নির্বাচনী প্রচারে যেতে পারেন গম্ভীর। বাংলায় নির্বাচনী প্রচার করতে আসার আগে বিজেপি সাংসদ গম্ভীর বলেন, “ভয় ভীতি দেখিয়ে শাসন চলছে বাংলায়। এর আগে বামফ্রন্ট ও এটা করেছে আর এখন তৃণমূল করছে। এটাই এখন বাংলার রাজনৈতিক সংস্কৃতি। এক মুহূর্তও আমি নিজেকে বাংলার বাইরের লোক বলে মনে করি না।”

আরও পড়ুন: ভারতী ঘোষের গ্রেফতারির ওপর আপাত স্থগিতাদেশ! সুপ্রিম রায় ভোটের আগে স্বস্তিতে বিজেপি শিবির

তিনি আরও বলেন, “এটা ঠিক যে আমি কলকাতা বা বাংলার অন্য কোথাও জন্মাইনি। প্রেসিডেন্সি বা যাদবপুরে পড়িনি বা পার্ক স্ট্রিটের রোল খেয়ে বড় হইনি। আমি অনেক ভালবাসা পেয়েছি পশ্চিমবঙ্গে এসে। তাই এই রাজ্য বোমা, গুলির স্তুপের ওপর গড়ে উঠুক এটা চাই না। রাজনৈতিক হিংসা বন্ধ হওয়া দরকার।”

Back to top button
%d