অ-আ-ক-খ শিখবেন রাজ্যপাল, সরস্বতী পুজোতেই হবে হাতেখড়ি,অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতাও

বাংলা শিখবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর এর জন্য সরস্বতী পুজোতে ঘটা করে হাতেখড়ি অনুষ্ঠানও হবে। সরস্বতী পুজোতেই বাংলা ভাষায় হাতেখড়ি হতে চলেছে বাংলার রাজ্যপালের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল, বুধবার রাজভবনের তরফে এমনটাই জানানো হয়েছে।
বাংলার রাজ্যপাল হওয়ার পর থেকেই বাংলা ভাষা নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছেন সি ভি আনন্দ বোস। বড়দিনেও তিনি জানিয়েছিলেন তাঁর বাংলা ভাষায় বই লেখার ইচ্ছার কথা। সেদিন এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ পড়েছেন। ছোট্ট মিনির চরিত্র তাঁর ভীষণ পছন্দের।
তিনি আরও জানিয়েছিলেন যে তাঁর পরিবারেরও বাংলা ভাষার প্রতি আলাদাই একটা টান ও ভালোবাসা রয়েছে। তিনি এও বলেন যে তিনি ‘মালওয়ালি’ হলেও মন থেকে তিনি বাঙালি।
রাজ্যপালের কথায়, তাঁর বাবা নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুগামী ছিলেন। এই কারণেই তাঁর ও তাঁর ভাইবোনদের নামের শেষে বোস যোগ করেন তিনি। বাংলায় রাজ্যপাল হয়ে আসার আগেও কলকাতায় অনেকটাই সময় কাটিয়েছেন সি ভি আনন্দ বোস। কলকাতার একটি ব্যাঙ্কের কর্তা ছিলেন তিনি। তখন থেকেই তাঁর বাংলার সঙ্গে আত্মিক সম্পর্ক।
এবার তাই হাতেখড়ি দেওয়ার মনস্থির করেছেন রাজ্যপাল। আগামী ২৬শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিকেল ৫টার সময় হবে এই অনুষ্ঠান। বাংলায় বই লিখতে চান সি ভি আনন্দ বোস। সেই কারণেই এই উদ্যোগ। আর এর শুভ সূচনা হবে সরস্বতী পুজোর শুভ সময়কালেই।
এদিন রাজ্যপালের এই হাতেখড়ি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বেশ তাৎপর্যপূর্ণ। এর আগের জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে মমতার সম্পর্ক শৈত্যের কথা রাজ্যবাসীর জানা। তবে বর্তমান রাজ্যপালের সঙ্গে যে রাজ্যের সম্পর্ক বেশ মসৃণ, এর প্রমাণ বারবার মিলছে।