রাজ্য

অবশেষে বঙ্গে এসেছে বর্ষা, আগামী কয়েকদিন পাঁচ জেলায় চলবে অতিভারী বৃষ্টি, বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে রাখুন ছাতা

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গে এখনও জারি তাপপ্রবাহের সতর্কতা। আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ও পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। ততদিন পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আগামী কয়েক দিন দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মঙ্গলবার সেই সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কলকাতায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ, মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। বিকেলের দিকে শহরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানা যাচ্ছে।

গতকাল, সোমবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আগামী শনিবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের নীচের দিকেই জেলাগুলিতে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই বলেই খবর।

আবহাওয়া দফতরের কথায়, উত্তরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সেই কারণে আগামী পাঁচ দিন ছয় জেলায় তাপপ্রবাহ চলবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হবে বটে কিন্তু তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

Back to top button
%d bloggers like this: