ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টির জেরে ভাসতে পারে এই জেলাগুলি

ক্রমেই সক্রিয় হচ্ছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রবল বর্ষণ দেখবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আজ, মঙ্গলবার সকালের দিকে রোদের তেজ কড়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হতে শুরু করে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই প্রবল বৃষ্টিতে ভাসতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নিম্নচাপ সক্রিয় হবে উত্তর বঙ্গোপসাগরে। এই মুহূর্তে ওড়িশা উপকূলের কাছে সক্রিয় রয়েছে গভীর ঘূর্ণাবর্ত। এর জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়।
আগামীকাল, বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই আশঙ্কা। মঙ্গলবার দিলভর কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে।
আজ, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই৷ এর আগে সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস৷
অন্যদিকে তোবল বর্ষার কারণে রীতিমতো ভাবছে বাণিজ্য নগরী মুম্বই। আইএমডিএ-র তরফে ইতিমধ্যেই মহারাষ্ট্রের নানান জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোলাপুর, পালঘর, নাসিক, পুনে, রত্নাগিরিতে নাগাড়ে বৃষ্টিপাতের জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ১৪ই জুলাই পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। এদিকে, ভারী বর্ষণের জেরে কর্নাটকে স্কুল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।