রাজ্য

দুর্যোগের ঘনঘটা বঙ্গের আকাশে, নিম্নচাপের জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা। গতকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে প্যাচপ্যাচে গরম থেকে খানিক স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তাপমাত্রা খানিকটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনে গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে।

কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

হাওয়া অফিস জানিয়েছে, একটি মৌসুমী অক্ষরেখা দিঘা থেকে বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। নিম্নচাপের একটি অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ ওড়িশা দিকে যাচ্ছে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে বদলে যেতে পারে আজই। এর ফলেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে পুরো মেঘলা আকাশ থাকবে। দফায়-দফায় দিনভর বৃষ্টি চলবে। আর বৃষ্টির জেরে প্রায় সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৮.২ মিলিমিটার।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। উত্তরবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা গেছে।

Back to top button
%d bloggers like this: