রাজ্য

বড় সিদ্ধান্ত! এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে OMR শিটে, নয়া শিক্ষানীতি চালুর পথে বাংলার শিক্ষামহল

উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার থেকে চালু হতে চলেছে ওএমআর শিট। এই নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চললেও, শেষে এই পদ্ধতিই চূড়ান্ত হল। ২০২৬ সাল থেকে বাংলায় উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষায় ওএমআর শিট চালু করার কথা পাকা হয়ে গিয়েছে বলেই বলা যায়। এই বিষয়ে ইতিমধ্যেই এই নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে বৈঠক হয়েছে শিক্ষা দফতরের।

কীভাবে হবে এই পরীক্ষা?

সূত্রের খবর, ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটো সেমিস্টারে হবে। নতুন শিক্ষানীতির আদলেই পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নে। সেই পরীক্ষাই নেওয়া হবে OMR শিটে। যদিও এই কথা সামনে আসতে তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।

কেন এমন সিদ্ধান্ত?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কথায়, সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলি হয়, সেগুলির সবই প্রায় দিতে হয় ওএমআর শিটে। বাংলার পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ক্ষেত্রে ভালো ফল করতে পারে, ওএমআর ফরম্যাটে পরীক্ষা দিতে গিয়ে যাতে তাদের কোনও সমস্যায় না পড়তে হয়, সেই কারণেই স্কুল স্তর থেকেই তাদের OMR শিটের সঙ্গে অভ্যস্ত করানো হবে। সেই কারণেই এই পদক্ষেপ।

শিক্ষা মহলের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে বেশ আশঙ্কায়

আসলে, বর্তমানে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ওএমআর শিটে কারচুপির গাদাগাদা অভিযোগ উঠেছে। আর সেই কারণেই উচ্চমাধ্যমিকে এমন নিয়ম চালু করার সিদ্ধান্তে বেশ আশঙ্কায় শিক্ষা মহলের একাংশ। ওএমআর শিটের ঠিকঠাক মূল্যায়ন আদৌ হবে কী না, গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে কী না, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

আসলে ওএমআর শিটে পরীক্ষার বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভুলভাল পয়েন্ট আউট করলে বা দাগ দিয়ে দিলে নম্বর কাটা যায়। তাই পড়ুয়ারা এই নতুন প্রক্রিয়ার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে, তা নিয়েই সংশয়। যদিও শিক্ষাবিদদের একাংশের মত, এর জেরে সর্বভারতীয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বেশ সুবিধা পাবে পড়ুয়ারা।

ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে

শিক্ষা দফতর সূত্রে খবর, ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার বিষয়ে সঠিক প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। ট্রেনিং মডিউল স্থির করা হবে, মক টেস্ট নেওয়া হবে। গোটা প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে ইতিমধ্যেই খসড়া তৈরি শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Back to top button
%d bloggers like this: