রাজ্য

অত্যাধুনিক হওয়ার পথে হাওড়া স্টেশন, তৈরি হবে লাউঞ্জ, ২৬ বগির ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের

এবার আরও অত্যাধুনিক হওয়ার ওঠে হাওড়া স্টেশন। দিনের পর দিন হাওড়া স্টেশনের যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। এই কারণে এবার ২৬ বগির ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। হাওড়া স্টেশনে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলিকে ২৪ থেকে ২৬ বগি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধুমাত্র হাওড়া স্টেশনই নয়, দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনকেই অত্যাধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। আর এর মধ্যে নাম রয়েছে হাওড়া স্টেশনেরও। তবে আবার হাওড়া স্টেশনে এত বেশি সংখ্যক বগির ট্রেন চালানোয় সমস্যাও রয়েছে।

জানা যাচ্ছে, বামুনগাছি কারশেড থেকে ট্রেন স্টেশনে ঢোকার সময় দুটি উড়ালপুল পড়ে। একটি হল বামুনগাছি ব্রিজ ও অন্যটি হল চাঁদমারী ব্রিজ। এই পুরনো দুটি ব্রিজ ভেঙে এখন নতুন ব্রিজ তৈরির কাজ চলছে।

আবার, হাওড়া মেট্রো চালু হলে নতুন এই চাঁদমারী ব্রিজ যে যানজট কমাবে, তা জানা কথা। হাওড়া স্টেশনকে অত্যাধুনিক করার জন্য স্টেশনে যাতে তাড়াতাড়ি ঢোকা যায়, সেই কারণে চারিদিকে এলিভেটেড রোড তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

শুধু তাই-ই নয়, এয়ারপোর্টের মতো বসার লাউঞ্জ তৈরি হবে বলেও জানা গিয়েছে। এর ফলে ট্রেনের ঘোষণার সময় যাত্রীরা স্টেশনে ঢুকতে পারবেন। হাওড়ার পর ব্যান্ডেল স্টেশনও অত্যাধুনিক করা হবে বলে জানা যাচ্ছে। দেশের মোট ৪০টি স্টেশন অত্যাধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

Back to top button
%d bloggers like this: