রাজ্য

বাংলাদেশি অভিনেত্রী-সহ আমন্ত্রিত ৫০০০, ৪৫ হাজার টাকার কেক, ১০ লাখি জন্মদিন পালন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের, ব্যয় নিয়ে শুরু বিতর্ক

চারিদিকে আলোর রোশনাই, মাঝে জ্বলজ্বল করছে ৬০ পাউন্ডের কেক যার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। খানাপিনার কোনও কমতি নেই। বলতে গেলে এক এলাহি আয়োজন। আমন্ত্রিত ৫ হাজার মানুষ। অনুষ্ঠানে আবার বিশেষ অতিথি হিসেবে হাজির বাংলাদেশি অভিনেত্রীও (Bangladeshi actress)। না না, কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) জন্মদিন নিয়ে। ১০ লক্ষ টাকা খরচ করে নিজের জন্মদিন পালন করলেন বিধায়ক। তাঁর এই বিপুল টাকার উৎস নিয়ে উঠল প্রশ্ন। যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

গতকাল, মঙ্গলবার ছিল হুমায়ুন কবীরের ৬০তম জন্মদিন। সেখানেই লক্ষ্য করা গেল মহাড়ম্বরের। গতকাল দুপুরে সালার এলাকার প্রায় পাঁচ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয় তৃণমূল বিধায়কের জন্মদিন উপলক্ষ্যে। পেটপুরে খাওয়ানোও হয়। এরপর রাত্রে বাংলাদেশি নায়িকা এনে সারারাত ধরে চলে বিচিত্রা অনুষ্ঠান। হুমায়ুনের ৬০তম জন্মদিনের জন্য আনা হয়েছিল ৬০ পাউন্ডের কেক। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

এই দিন উপলক্ষ্যে হুমায়ুন কবীর বলেন, “বিশেষ দিন বলে কিছু হয় না। তবুও আমারা আনন্দ পাওয়ার জন্য বিশেষ দিন হিসাবে তুলে ধরার চেষ্টা করি। সেইরকমই দিন ছিল আমার জন্মদিন। সেই কারণে রাজনৈতিক কর্মী থেকে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেছিলাম”।

এদিকে এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “কেউ যদি নিজের মতো করে অনুষ্ঠান করেন, তার জন্য যেন বাকিদের উপর চাপ না পড়ে। উনি জন্মদিন পালন করেছেন ষাট বছরে। এমনতেই হুজুগে-আমুদে লোক উনি। এত মানুষকে নিয়ে চলেন। এটা ব্যতিক্রমী এবং বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমাদের সকলের উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তা মাথায় রাখা”।

অন্যদিকে, তৃণমূল বিধায়কের এমন ব্যয়বহুল জন্মদিন পালনের বিষয়ে বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেন, “এখন মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের নেতারা টাকা তুলেছে। এখন সেই কালো টাকায় বিধায়ক-চেয়ারম্যানরা জন্মদিনের জন্য কোটি টাকা খরচা করছে। যে রাজ্যের মানুষ কম্বল না পেয়ে ঠান্ডায় শুয়ে থাকেন সেখানকার বিধায়ক নিজের জন্মদিনে কোটি টাকা খরচ করছেন। এটা মানুষের সঙ্গে প্রতারণা”।

বলে রাখি, হুমায়ুন কবীরের জন্মদিনের আগেরদিনই অর্থাৎ সোমবার কলকাতার নজরুল মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ব্যয় সংকোচ ও লোভ সংবরণের কথা বলেন। আর এর পরদিনই তৃণমূল বিধায়কের এমন ব্যয়বহুল জন্মদিন নিয়ে স্বাভাবিকভাবেই বেশ প্রশ্ন উঠেছে।

Back to top button
%d bloggers like this: