দেশ

প্রথমবার ম’দ খেয়েই মৃত্যু! বর্ষশেষের রাতের পার্টিতে বন্ধুদের চাপে পড়ে ম’দ্যপান করে প্রাণ খোয়ালেন যুবক

বন্ধুদের সঙ্গে বর্ষশেষের রাতে জমিয়ে পার্টি করার জেরেই ঘটে গেল বিপত্তি। বর্ষশেষের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে রিসোর্টে গিয়েছিলেন এক যুবক। পার্টি জমিয়ে উপভোগ করার জন্য প্রথমবার ম’দ্যপানও করেছিলেন। এর ফলেই ঘটল বিপদ। অসুস্থ হয়ে প্রাণ হারালেন যুবক। অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা যাচ্ছে, মৃত ওই যুবকের নাম সন্তোষ কুমার। বয়স ২৩ বছর। পেশায় মাংস বিক্রেতা ছিলেন ওই যুবক। তাঁর পরিবার সূত্রে খবর, কোনওদিন কোনও খারাপ অভ্যাস ছিল না তাঁর। সাত মাস আগেই একটি শিশুসন্তানের জন্ম দিয়েছেন সন্তোষের স্ত্রী।

জানা গিয়েছে, বর্ষশেষের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে একটি রিসোর্টে গিয়েছিলেন ওই যুবক। সেখানেই প্রথমবার ম’দ্যপান করেন তিনি। এরপরই ঘটে বিপত্তি। ম’দ খেয়ে পার্টির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। বন্ধুরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার তরফে বলা হয়েছে, “রিসোর্ট ভাড়া করে বন্ধুদের সঙ্গে বর্ষশেষের পার্টি করতে গিয়েছিলেন সন্তোষ। সেখানেই প্রথমবার ম’দ্যপান করেন তিনি। তারপরেই অস্বস্তি শুরু হয়, বমি করতে শুরু করেন সন্তোষ। বারণ করা সত্বেও ম’দ্যপান করা থামাতে পারেননি তিনি। সেই জন্যই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন”।

সূত্রের খবর, লাগাতার ম’দ্যপানের জেরে শ্বাসকষ্ট শুরু হয় সন্তোষের। পালস কমতে শুরু করে তাঁর। বন্ধুরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই মৃত্যু হয় যুবকের। পুলিশ সূত্রে খবর, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোনও রকম বদভ্যাস ছিল না সন্তোষের। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ সন্তোষের মৃত্যু হয়েছে”। ময়নাতদন্তে জানা যায়, ম’দ্যপান করার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় সন্তোষের পরিবার স্থানীয় থানায় মামলা দায়ের করেছে।

Back to top button
%d bloggers like this: