রাজ্য

শিয়রে ভোট! ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

যখন সব রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করছে তখন বিধানসভা নির্বাচনের আগে অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)।

আরও পড়ুন – প্রথম দু’দফার পর তৃতীয় ও চতুর্থ দফার পূর্ণ তালিকা ঘোষণা করল বিজেপি

 

আজ প্রাথমিকভাবে রাজ্যের ২০ টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল। কংগ্রেস, সিপিএমের সঙ্গে এবার জোট বেঁধেছে সেকুলার ফ্রন্ট। 

একনজরে দেখে নিন আইএসএফের প্রার্থী তালিকা –

১) রায়পুর – মিলন মাণ্ডি। 

২) মহিষাদল – বিক্রম চট্টোপাধ্যায়। 

৩) চন্দ্রকোণা – গৌরাঙ্গ দাস। 

৪) খানাকুল – ফয়জল খান। 

৫) মেটিয়াবুরুজ – নুরুজ্জামান। 

৬) পাঁচলা – মহম্মদ জলিল। 

৭) উলুবেড়িয়া পূর্ব – আব্বাসউদ্দিন খান। 

৮) কুলপি – সিরাজউদ্দিন গাজি। 

৯) মন্দিরবাজার – সঞ্চয় সরকার। 

১০) জগৎবল্লভপুর – শেখ সাব্বির আহমেদ। 

১১) রানাঘাট উত্তর-পূর্ব – দীনেশচন্দ্র বিশ্বাস।

১২) হরিপাল – সিমল সোরেন।

১৩) কৃষ্ণগঞ্জ – অনুপ মণ্ডল। 

১৪) সন্দেশখালি – বরুণ মাহাতো।

১৫) অশোকনগর – তাপস চক্রবর্তী। 

১৬) আমডাঙা – জামালউদ্দিন।

১৭) বসিরহাট উত্তর – বাইজাদ আমিন। 

১৮) আসানসোল উত্তর – মহম্মদ মোস্তাকিম। 

১৯) এন্টালি – মহম্মদ ইকবাল আলম।

২০) চাপড়া – কাঞ্চন মৈত্র।

আরও পড়ুন –Big Breaking: বিজেপি ছাড়ছেন শোভন-বৈশাখী? মিলল স্পষ্ট ইঙ্গিত!

সেইসঙ্গে উত্তরবঙ্গ এবং মধ্যমগ্রাম, মগরাহাট, হাড়োয়া, ময়ূরেশ্বর, দেগঙ্গা-সহ দক্ষিণবঙ্গের একাধিক আসনেও প্রার্থী দেবে সংযুক্ত মোর্চার এই শরিক দল।

Back to top button
%d