মমতার বাংলা শব্দ চয়ন নিয়ে প্রশ্ন তুললেন জেপি নাড্ডা!এই ভাষা বাংলার সংস্কৃতি নয়, অভিযোগ তাঁর

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাস্যকর অথবা বলতে পারেন বিরক্তিকর দুই ধরনের বাংলা ভাষাই শোনা যায়। তবে বিজেপিকে আক্রমণ করতে গিয়েই ইদানিং একটু বেশি উল্টোপাল্টা শব্দ চয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যেমন- বিজেপির সর্বভারতীয় সভাপতি কে আক্রমণ করে থাকেন নাড্ডা-চাড্ডা-ফাড্ডা-বাড্ডা বা মোদী, শাহ্কে আক্রমণ করে হোঁদল কুতকুত, কিম্ভুতকিমাকার, দানব, রাবণ, ধান্দাবাজ, ইত্যাদি বলতে শোনা যায়।
আর এবার আজ নৈহাটির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বাংলা শব্দ চয়নকেই কাঠ গড়ায় তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর কথায়, ‘এই ভাষা বাংলার সংস্কৃতি নয়। মমতা বাংলার সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন না।’
আরও পড়ুন-আব্বাসকে যেতে দেব না! ভাঙ্গড়ের আসনটিও উঠল সেকুলার ফন্টের হাতে, নজিরবিহীন আত্মত্যাগ বাম শিবিরের
এদিন তিনি বলেন, বাংলায় বিজেপির এখন একমাত্র লক্ষ্য সোনার বাংলা তৈরি করা। সেই বাংলা হবে ঈশ্বরচন্দ্রের, বিবেকানন্দের, সুভাষচন্দ্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের। কাল হুগলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে ভাষার প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেইজন্য আমি দুঃখিত। উনি বাংলার সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন না। এটা মমতার বাংলা নয়। সেই সোনার বাংলাকে ফেরাতে হবে।’
আরও পড়ুন- লক্ষ্মী বারে ‘লক্ষ্য সোনার বাংলা’! ৬০ বছরের ঊর্ধ্বে সবাই পাবেন বিনামূল্যে টিকা, ঘোষণায় নাড্ডা
প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলে নড়বড়ে তরীকে যে এখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বাঁচাতে পারেন তা খুব ভাল করেই জানে রাজ্যের শাসক দল। আর তাই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। ওই প্রসঙ্গে তুলে রাজ্যে নারী সুরক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন জেপি নাড্ডা। তিনি বলেন, ‘কখনও আপনি মেয়ে, কখনও দিদি! আমাদের কোনও আপত্তি নেই। আপনি বাংলার মেয়ে, দিদিই। কিন্তু বাংলার মহিলাদের কী হাল! ধর্ষণের ঘটনায় শীর্ষে বাংলা। গার্হস্থ্য হিংসা সবচেয়ে বেশি বাংলায়। মানবপাচারে শীর্ষে বাংলি। চাবাগানে আদিবাসী মহিলাদের বেশি মানবপাচার হয়। দিদি আপনি বাংলার মেয়েদের চিন্তা করেননি।’