রাজ্য

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে আদালতে রিপোর্ট পেশ ইডি-র, রিপোর্ট সন্তোষজনক নয়, তদন্তের গতি স্লথ কেন, ভর্ৎসনা বিচারপতি সিনহার

পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দু’দিন আগেই রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। আজ, শুক্রবার এই সংক্রান্ত এক মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন মুখবন্ধ খামে এই মামলার রিপোর্ট জমা দেয় ইডী। কিন্তু তাতে মোটেই খুশি নন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

এদিন ইডি-র উপর বেশ অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। ইডিকে বিচারপতির প্রশ্ন, “এই রিপোর্টে নতুন কি আছে? যে পদক্ষেপ আগে নেওয়া হয়েছে, সেগুলিই তো লেখা রয়েছে”। এদিন বিচারপতি এও প্রশ্ন করেন যে তদন্তের গতি কেন এত স্লথ? তাঁর কথায়, ওই মুখবন্ধ খামের রিপোর্টে ইডি যা পরিসংখ্যান দিয়েছে, তা আগের থেকেই তাঁর নির্দেশনামায় রয়েছে। তাহলে আলাদা করে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করার কী মানে, প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা।

শুধুমাত্র ইডি-ই নয়, এদিন রাজ্যকে বেশ ভর্ৎসনা করেন বিচারপতি। তাঁর কথায়, “একবার সুপ্রিম কোর্টে এসএলপি করছেন, আবার তা প্রত্যাহার করছেন। আইনজীবীরা কী বিনা পয়সায় মামলা লড়ছেন নাকি? কাদের টাকায় এই মামলা হচ্ছে”? বিচারপতির কথায়, রাজ্যের এই আচরণ মোটেই প্রত্যাশিত নয় বলেই জানান বিচারপতি অমৃতা সিনহা।

এই বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “কেন্দ্রে যে সরকার রয়েছে, তা ভারত সরকার। আর পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে তা তৃণমূল সরকার। তা পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারে নি। বিভিন্ন সময় এই সরকার সাধারণ মানুষের টাকা নিয়ে দুর্নীতির মামলা বন্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তদন্তের গতি স্লথ কেন, তা তো আমি দলের পক্ষ থেকে বলতে পারব না। এটা সংশ্লিষ্ট সংস্থা জানবে। আর এর উত্তর দিতে পারবে আদালত। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কোন বিবৃতি করা যায় আর তা উচিতও নয়”।

Back to top button
%d bloggers like this: