এবার আরও ১৪০ জনের চাকরি বাতিল হল প্রাথমিকে, তাদের বেতন বন্ধেরও নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আজ, বুধবার প্রাথমিক নিয়োগ মামলা নিয়ে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন শুনানিতে আরও ১৪০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ৫৩ জনের চাকরি বাতিল হয়েছিল। আর এবার চাকরি বাতিল হল ১৪০ জনের। সবমিলিয়ে মোট ১৯৩ জনের চাকরি বাতিল করলেন বিচারপতি।
বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য ও রাজনীতি দুই-ই উত্তপ্ত। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। গত ২৩শে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেই সময় চাকরি বাতিল হয় ৫৩ জনের।
এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২৩শে ডিসেম্বরের শুনানিতে চাকরি বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখার পর ৫৩ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি। তাদের মধ্যে একজনকে ১০ হাজার টাকার জরিমানাও করা হয়।
এবার এদিন ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি হয়। তাদের নথি খতিয়ে দেখেই ১৪০ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, চালাকি করে হাইকোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল। এমন মন্তব্য করে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, বেআইনিভাবে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। গত বছর এই মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। এরপর চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্টেই ফিরিয়ে দেয়। সেই শুনানিতেই এদিন নিজের সিদ্ধান্তের অনড় থাকলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।