‘এখন আর গ্রেফতার করে কিছুই হবে না, কোনও লাভ নেই’, নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার ‘রঞ্জনে’র গ্রেফতার নিয়ে আক্ষেপ প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment scam) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছে বাগদার ‘রঞ্জন’ (Ranjan) ওরফে চন্দন মণ্ডল। তবে সিবিআইয়ের তদন্ত ভূমিকায় মোটেই সেভাবে খুশি নন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)। এদিন অন্য একটি মামলার শুনানি চলাকালীন আক্ষেপ করে তিনি বলেন যে এখন আর বাগদার ‘রঞ্জন’কে গ্রেফতার করে কী হবে! এদিকে, আগামী সোমবার পর্যন্ত ‘রঞ্জন’কে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত (Alipur Court)।
আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অন্য একটি মামলার শুনানি চলছিল। সেই সময় তাঁকে আইনজীবী জানান বাগদার ‘রঞ্জনে’র গ্রেফতার হওয়া কথা। সেই কথা শুনে আক্ষেপের সুরে বিচারপতি বলেন, “বাগদার সৎ রঞ্জন গ্রেফতার হয়ে আর কি হবে? ৭-৮ মাস ধরে অনেক কিছুই চলছে। ‘সৎ রঞ্জন’কে ডাকাও হয়েছে। এখন গ্রেফতার করেছে। কিছুই হবে না”।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একথা থেকে বেশ স্পষ্ট যে তিনি সিবিআইয়ের কাজে মোটেই খুশি নন। তবে এই প্রথমবার নয়, এর আগেও অনেকবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বলে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় আজ, শুক্রবার সিবিআইয়ের গ্রেফতার করেছে বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলকে। এদিন তাকে জেরার জন্য নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। কিন্তু তদন্তে অসহযোগিতা করে সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি।
আর এরপরই ‘রঞ্জন’কে গ্রেফতার করে সিবিআই। এদিনই তাকে আলিপুর আদালতে তোলা হয়। এছাড়াও আব্দুল খালেক ও সুব্রত সামন্ত রায়-সহ চারজনকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। আগামী সোমবার ফের বাগদার ‘রঞ্জন’কে আদালতে পেশ করা হবে বলে খবর।