রাজ্য

‘আমি তো ম্যাজিশিয়ান নই, টাকা তো জোগাড় করতে হয় নাকি’, ডিএ ইস্যু নিয়ে এবার বাঁকুড়ার সভা থেকে মুখ খুললেন মমতা

মানুষ তাঁকে ভালোবাসে তাই মানুষের প্রতিই তাঁর দায়বদ্ধতা রয়েছে। তবে তিনি ম্যাজিশিয়ান নন। বাঁকুড়ার (Bankura) সভা থেকে এবার ডিএ (DA) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি কেন্দ্র সরকারকেও তোপ দাগেন তিনি।

রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের দাবী, বকেয়া ডিএ মেটাতেই হবে রাজ্য সরকারকে। তা না মেটালে আগামী ২০ ও ২১শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীর একাংশ।

রাজ্য সরকারি কর্মচারীদের এই বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিছু না বললেও, তিনি বাঁকুড়ার সভা থেকে তিনি বলেন, “আমি ম্যাজিশিয়ান নই। টাকাটা জোগাড় করতে হয়। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ আমরা দিয়েছি”।  

এদিনের সভা থেকে আরও একবার বিজেপি তথা কেন্দ্র সরকারকে বিঁধেছেন মমতা। তাঁর অভিযোগ, রাজ্য থেকে সব করের টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র সরকার। কিন্তু রাজ্যকে প্রাপ্য টাকা দিচ্ছে না। বকেয়া পড়ে রয়েছে অনেক টাকা।

মুখ্যমন্ত্রীর কথায়, “কেন্দ্রের সরকার গরিব মানুষকে দেবে না, সাধারণ মানুষকে দেবে না। সব আদার ব্যাপারীদের দেবে। বলে বাংলার বাড়ি হবে না। রাস্তা হবে না। যেন মনে হচ্ছে ওদের বাপের টাকা। এটা আমাদের টাকা। আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায়। আর রাজ্যকেই টাকা দেয় না”।

শুধুমাত্র কেন্দ্র সরকারই নয়, এদিন স্থানীয় বিজেপি প্রতিনিধিদেরও বেশ কড়া ভাষায় বেঁধেন মমতা। আসলে এদিন বাঁকুড়ায় সভা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই জেলায় দু’জন বিজেপি সাংসদ রয়েছেন। আর অধিকাংশ বিধায়কও গেরুয়া শিবিরের।

এদিন তাদের উদ্দেশ্য করেই মমতা বলেন, “ওরা কোকিলের মতো অন্যের বাসায় ডিম পাড়ে। ভোটের সময় আসে। ভোট নেয়। ভোট শেষ হলে পালিয়ে যায়”। বাঁকুড়ার সভা থেকে এদিন মমতা কার্যত বুঝিয়ে দেন যে মানুষের প্রতিই তিনি একমাত্র দায়বদ্ধ। তাঁর কথায়, “জনগণকে আমি ভালোবাসি। জনগণও আমাকে ভালোবাসে”।

Back to top button
%d bloggers like this: