তৃণমূলের ২১শে জুলাইয়ের সমাবেশ হতে পারে পণ্ড, সেদিন প্রবল বৃষ্টিতে ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গে কী এবার বৃষ্টি বাড়বে?

উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টি থেকে রেহাই পেয়েছে মানুষ। দক্ষিণবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কমেনি। এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। সেই কারণে আজ, বুধবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
২১শে জুলাই কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২১ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশ বাড়বে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও হবে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, পরিমাণ বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ, বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৪ শতাংশ।
বৃষ্টির পরিমাণ কমলেও, উত্তরবঙ্গবাসীরা বৃষ্টি থেকে নিস্তার পাবেন না। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ, বুধবার মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে।