রাজ্য

সরকারি টাকায় পোশাক, সানগ্লাস কিনছেন রাজ্যপাল, সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের, রাজভবনে অডিটের দাবী

রাজ্য সরকার বনাম রাজভবন সংঘাত নতুন কোনও ঘটনা নয়। এর আগেও তা হয়ে এসেছে আর বর্তমানেও তা অব্যাহত। এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যপাল নাকি নিজের পোশাক, সানগ্লাস এমন নানান ব্যক্তিগত সামগ্রী রাজ্য সরকারের টাকায় কিনছেন, এমনটাই ইঙ্গিত করলেন তিনি।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস এমনিতে বেশ সৌখিন মানুষ বলা যায়। যখনই তাঁকে দেখা যায়, বেশ তৈরি হয়ে থাকেন তিনি। দামী স্যুট, সানগ্লাস ব্যবহার করেন তিনি। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ভোটে হিংসা কবলিত এলাকাগুলিতে পর্যবেক্ষণে গিয়েছিলেন রাজ্যপাল, সেখানেও তাঁর পোশাকে পরিপাটি ভাব লক্ষ্য করা গিয়েছে।

এই নিয়েই কুণাল ঘোষের অভিযোগ, নিজের এই সৌখিন পোশাক সরকারি টাকায় কিনছেন রাজ্যপাল। গতকাল, রবিবার সকালে তৃণমূলের রাজ্য সম্পাদক টুইট করে প্রশ্ন তোলেন, “মাননীয় রাজ্যপাল কি নিজের পোশাক, স্যুট, রোদচশমা, জুতো সরকারি টাকায় কিনছেন”?

তাঁর কথায়, “যদি রাজ্যপাল সেটা করে থাকেন, তাহলে তা অনৈতিক। ওঁর উচিত নিজের পোশাক নিজের টাকায় কেনা। রাজভবনকে সরকারের তরফে যে টাকা দেওয়া হয়, সেটার উপযুক্ত অডিট হওয়া উচিত”। তিনি আরও বলেন, “আমার অভিযোগ যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাইতেও রাজি”।

আসলে, রাজভবনের পরিচালনা বাবদ রাজ্য সরকারকে কিছু পরিমাণ অর্থ দিতেই হয়। তবে সেই টাকা সরকারি কাজে ব্যবহারের জন্যই খরচ করার কথা। সেই টাকা যদি রাজ্যপাল নিজের ব্যক্তিগত সামগ্রী কিনতে খরচ করেন, তাহলে তা অনৈতিক বটে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, সি ভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর প্রথমদিকে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সুসম্পর্কই ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল তাঁর। কিন্তু নানান বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলার জেরে রাজ্য সরকার তথা তৃণমূলের চক্ষুশূল হয়েছেন তিনি তাঁর পূর্বসূরি জগদীপ ধনখড়ের মতো। এবার ফের এক ইস্যু নিয়ে তৃণমূলের তরফে বিদ্ধ করা হল রাজ্যপালকে।

Back to top button
%d bloggers like this: