‘জ্ঞানত কোনও অপরাধ করেন নি অভিষেক’, তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড সুপ্রিম কোর্টে ধাক্কা খেতেই বললেন কুণাল

আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট অভিষেকের উপর যে জরিমানা ধার্য করেছিল, এদিন তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এই মামলায় কোনও রক্ষা কবচ পেলেন না অভিষেক।
এদিন সুপ্রিম কোর্টে অভিষেক মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা। তাঁর কথায়, অভিষেক জ্ঞানত কোনও অপরাধ করেন নি।
ঠিক কী বলেছেন কুণাল?
কুণাল বললেন, “সুপ্রিম কোর্টের বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করব না। এটা আদালতের রায়। অভিষেক জ্ঞানত কোনও অপরাধ করেননি। সুপ্রিম কোর্টের কোনও নির্দেশের উপর দাঁড়িয়ে আমি এখন কোনও মন্তব্য করব না”।
কী মামলা রয়েছে অভিষেকের বিরুদ্ধে?
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুন্তল অভিযোগ করেছিলেন যে অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছে তদন্তকারী আধিকারিকরা। প্রথমে এই মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। পরে সেই মামলা সরিয়ে দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেই সময় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে অভিষেককে জেরা করতে পারে ইডি বা সিবিআই।
সিবিআইয়ের তলবে প্রথমবার হাজিরা দিয়েছিলেন অভিষেক। তবে তিনি দাবী করেছিলেন, তিনি কুন্তলকে কোনওদিনও দেখেন নি। এমনকি শহিদ মিনারে তাঁর যে মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়, সেখানে তিনি কুন্তলের নাম পর্যন্ত করেন নি। দ্বিতীয়বার সিবিআই তাঁকে তলব করলে হাজিরা দেন নি অভিষেক। এবার সুপ্রিমকোর্টের রক্ষাকবচও নেই তাঁর কাছে। সিবিআই বা ইডি তাঁকে এবার ফের তলব করে কী না, এখন সেটাই দেখার।