‘বিরোধীদের এজেন্ট হয়ে কাজ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, অভিষেক প্রথম থেকেই ওর টার্গেট’, অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ায় বিচারপতিকে নিশানা কুণালের

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (recruitment scam) ধৃত কুন্তল ঘোষ চিঠি দিয়ে ইডি-সিবিআইয়ের (ED-CBI) বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে তদন্তকারী আধিকারিকরা নাকি তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলতে চাপ দিচ্ছে। এই নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উঠলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) ইডি-সিবিআইকে নির্দেশ দেন যে এই বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আর এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিচারপতিকে বিরোধীদের এজেন্ট বলে কটাক্ষ করলেন তিনি।
আজ সাংবাদিক বৈঠক করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “অভিষেক প্রথম থেকেই অভিজিতের টার্গেট। উনি সিপিএম, বিজেপি ও কংগ্রেসের এজেন্ট হয়ে কাজ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হননের চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে টার্গেট করছেন”।
কুণালের কথায়, “উনি কি ভাবছেন যে বিচারপতির বিরুদ্ধে মুখ খোলা যাবে না? উনি চাইলে মানহানির মামলা করতে পারেন। জেলে পাঠাতে পারেন। কিন্তু উনি যেটা করছেন সেটা এক্তিয়ার বহির্ভূত। কী পদ্ধতিতে তদন্ত চলবে, সেটা ঠিক করে দেওয়ার উনি কেউ নন”।
এদিন কুণাল এও বলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের ক্যাডার। কুণালের কথায়, “উনি বিকাশবাবুর ক্যাডার। বিকাশবাবু ওনার গুরু। উনি বিচারপতির চেয়ারের অপব্যবহার করে চলেছেন দিনের পর দিন। আদালতে বসে যে ধরনের মন্তব্য করছেন তা কোনওভাবেই বলা যায় না। আপনি যদি রাজনীতি করতে চান, তাহলে চেয়ার ছেড়ে রাজনীতি করুন”।
এখানেই শেষ নয়, এদিন বিচারপতিকে নিশানা করে কুণাল আরও বলেন, “উনি যা বলছেন, তা অর্ডার শিটে লেখার ক্ষমতা ওনার নেই। অভিজিৎবাবু তুঘলকি শাসন চালাচ্ছেন। চেষ্টা করছেন, সরকারকে বিড়ম্বনায় ফেলতে। বিরোধিতার মাধ্যমে হিরো হতে”। কুণাল যদিও এদিন স্পষ্ট করেই জানিয়ে দেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে কোনওমতেই আশ্রয় দেবে না তৃণমূল। তবে তিনি এও জানান অন্যায়ভাবে কাউকে আক্রমণ করা হলে, সেটাও মেনে নেওয়া হবে না।