রাজ্য

পানীয় জলের হাহাকার, জলের দাবীতে পথে নামলেন স্থানীয়রা, হাঁড়ি-কলসি নিয়ে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীর

এক নাগাড়ে বৃষ্টির কারণে ইতিউতি জল জমে থাকলেও পানীয় জলের খোঁজ নেই। পানীয় জলের যেন হাহাকার পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের তিলন এলাকায়। পানীয় জলের দাবীতে গতকাল, বৃহস্পতিবার হাঁড়ি-কলসি নিয়ে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা।

স্থানীয়দের কথায়, পঞ্চায়েত ভোটের আগে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভোট মিটলেই তাদের এই পানীয় জলের সমস্যা মেটানো হবে। কিন্তু কোথায় কী! কবে ভোট মিটে গিয়েছে কিন্তু তারা যে তিমিরে সেই তিমিরেই। পানীয় জলের সমস্যা মেটেনি। কবে থেকেই রাজ্য-কেন্দ্র সরকার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তা থেকে বঞ্চিত এই এলাকার মানুষ।

কী করলেন গ্রামবাসীরা?

এর প্রতিবাদেই পানীয় জলের দাবী জানিয়ে গতকাল, বৃহস্পতিবার হাঁড়ি-কলসি পথের উপর বসিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তিলন এলাকার বাসিন্দারা। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশ। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পথ অবরোধের জেরে পথচলতি মানুষদের বেশ ভোগান্তি হয়।  

কী জানাচ্ছেন স্থানীয়রা?

এক স্থানিয়া বাসিন্দার কথায়, “চার মাস ধরে এখান ওখান থেকে জল ভরে আনতে হয়। পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম। কোনও ব্যবস্থা করেনি। এবার কিছু একটা ব্যবস্থা করে দিতেই হবে। বর্ষাকালে খাওয়ার জলটুকু পাই না। আমাদের কী সেই সামর্থ জল কিনে খাব? একটাই টিউবয়েল এই আদিবাসী গ্রামে। জলস্তর নেমে যাওয়ায় জল উঠছে না। আমরা জল চাই”।

বিক্ষোভকারীরা জানান, “প্রায় ৭০-৭২টা বাড়ি এখানে। যার বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে, জল আনতে গেলে বলছে বিদ্যুতের বিল উঠছে কতদিন দেবো? আমরা জল পাব কোথায়? ভোটের আগে বলেছিল ভোট মিটলে সব করে দেবে। কোথায় কী। পাড়ায় টিউবয়েলটাও খারাপ। কখনও মাঠে গিয়ে মেয়ে-বউদের পাম্প থেকে জল আনতে হয়, কখনও হাইস্কুলে যায় লাইন দিয়ে জল ভরতে। এটার তো বিহিত দরকার। পঞ্চায়েতকে জানিয়ে কাজ হয়নি”।

কী বক্তব্য বিডিও-র?

এ বিষয়ে তপনের জয়েন্ট বিডিও পরিমলকুমার দাস বলেন, “এখানে জলের সমস্যা আছে। জলস্তর একেবারে নীচে নেমে গিয়েছে। আমরা অস্থায়ীভাবে ব্লক থেকে একটা ট্যাঙ্ক পাঠাব। এরপর আমরা অফিসে কথা বলে কোন ফান্ড থেকে কী করা যায়। গ্রামের লোকজন একটা সাবমার্সিবল পাম্প চান। আর এক বছরের মধ্যে আমাদের পাইপলাইনও হয়ে যাবে”।

Back to top button
%d bloggers like this: