রাজ্য

আর কিছুক্ষণের মধ্যেই নামছে ঝেঁপে বৃষ্টি, বিশ্বকর্মা পুজোতে কী আকাশে ঘুড়ি উড়বে? কী জানাল আবহাওয়া দফতর?

একসঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরে। আর এর জেরেই গত দু-তিনদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফের ঝেঁপে বৃষ্টি নামবে বলে জানা গিয়েছে।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতরে সূত্রে খবর, আগামী আর দু-তিন ঘণ্টার মধ্যেই দুই ২৪ পরগণা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাতেও জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে কোথাও কোথাও হালকা রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। কিন্তু শনিবার থেকে তাপমাত্রা ফের খানিকটা বাড়বে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তবে আগামী সোমবার থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, বিশ্বকর্মা পুজোয় দিনভর বৃষ্টি চলবে।

আজ, শুক্রবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৬ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে উত্তরবঙ্গেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

Back to top button
%d bloggers like this: