‘তৃণমূল প্রার্থীরা ভোট চাইতে আসার সময় টাকা ফেরত দিয়ে যাবেন’, বিক্ষুব্ধ স্থানীয়দের পোস্টারে ছয়লাপ এলাকা, শোরগোল হুগলিতে

পঞ্চায়েত ভোটের আফে বিস্ফোরক পোস্টারে ছেয়ে গেল হুগলির কোদালিয়া। পোস্টারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, তৃণমূল প্রার্থীরা যদি ভোট চাইতে যান, তাহলে যেন তারা টাকা ফেরত দিয়ে আসেন। এমনই পোস্টার দেখা গেলকোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের নলডাঙা, কৃষ্ণপুর এলাকার বিভিন্ন জায়গায়। স্থানীয় বাসিন্দারা মিলে এই পোস্টার দিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
কিন্তু কেন এমন পোস্টার পড়ল?
হুগলি জেলায় জলের কলের সমস্যা নিয়ে পোস্টার দেয়া হয়েছে। সেই পোস্টারে লেখা হয়েছে, তৃণমূল প্রার্থীরা ভোট চাইতে এলে যেন কলের টাকা ফেরত দেয়। বিজেপির অভিযোগ, জলের লাইন দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছিল পঞ্চায়েত থেকে। যদিও সেই কল থেকে জল পড়ে না। প্রচণ্ড গরমে জল কষ্ট ভোগ করতে হচ্ছে স্থানীয়দের। সেই কারণেই এমন পোস্টার বলে দাবী বিজেপির।
এই বিষয়ে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “সাধারণ মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য এটি কেন্দ্রীয় প্রকল্প। সেই প্রকল্পের কলের জন্য টাকা নিয়েছিল স্থানীয় তৃণমূল নেতারা। কোথাও চার হাজার, কোথাও পাঁচ হাজার, কোথাও ১০ হাজার টাকাও নিয়েছে। মানুষ তো টাকা ফেরতের দাবী জানাবেই। তৃণমূলের কোনও প্রার্থীকে ভোট দেওয়া উচিত নয়”।
আগামী মাসেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমার কাজও। এমন আবহে রাজ্যের নানান প্রান্ত থেকে অভিযোগ উঠে এসেছে। এবার হুগলি জেলা থেকে এল জলের কলের সমস্যা নিয়ে পোস্টার।
যদিও এই অভিযোগ অস্বীকার করে কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেছেন, “এগুলো সমস্ত বিজেপির চক্রান্ত। ভোট এলেই এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে। কোদালিয়া কোনও ভোট পাবে না বিজেপি। তাই এ সব করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে”।
শুধু তাই নয়, কলের জন্য টাকা নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব কম সময় জল দেওয়া হয়। অনেক কল থেকে ঠিক মতো জল পড়ে না। পানীয় জলের সমস্যার কথাও জানান এলাকাবাসীরা।