রাজ্য

‘জমি ধরে রাখতে গেলে কোদাল-বেলচা লাগবেই’, পঞ্চায়েত নির্বাচনে শক্তি প্রয়োগের ইঙ্গিত মদনের, বিতর্কের মুখে তৃণমূল

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন বারবার সতর্ক করছেন শান্তিপূর্ণ নির্বাচন করার, ঠিক তখনই একাধিক তৃণমূল নেতা নানান বিতর্কিত মন্তব্য করে বলপ্রয়োগের জল্পনা উস্কে দিচ্ছেন। এবার এমন কাজ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বললেন, “জমি ধরে রাখতে কোদাল, বেলচা লাগবেই”। তবে তাঁর এহেন মন্তব্যের বিরোধিতা করেছেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই হবে পঞ্চায়েত ভোট”।

মদন মিত্র বরাবরই নানান ধরণের বিতর্কিত মন্তব্য করে থাকেন। আর তাঁর সেই কার্যকলাপের জন্য অস্বস্তিতে পড়তে হয় দলকে। এবারও তেমনটাই করলেন তিনি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুলে কামারহাটির বিধায়ক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শান্তিপূর্ণ ভোটের কথা। একদম নেতার মতো কথা বলেছেন। কিন্তু জমি ধরে রাখতে কোদাল-বেলচা তো লাগবেই”। অর্থাৎ পরোক্ষভাবে যেন নির্বাচনে শক্তি প্রয়োগ করারই ইঙ্গিত দিলেন তিনি।

তবে তাঁর এমন মন্তব্যের পরই খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট করে দেন দল মদনের এই মন্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না। তিনি জানান, “অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কাজের নিরিখে ভোট হবে। শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোনওরকম শক্তি প্রদশর্ন হবে না। ওনাদের নির্দেশ মতোই ভোট হবে”।

শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন মদন মিত্রও। তাঁর কথায়, “দলবিরোধী কথা বলেছি যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে শাস্তি মাথা পেতে নেব”

মদন মিত্র আরও বলেন, “শোভন দার কাছে কেউ আমার কথা ভুলভাবে তুলে ধরেছেন। জমি রক্ষার জন্য মমতার লড়াই মডেল। মনে রাখতে হবে চাষের জমিতে ফসল ফলাতে কোদাল, লাঙল লাগবেই। নাহলে আইস্টাইনের মতো কিছু আবিস্কার করুন যাতে কোদাল ছাড়াই চাষ করা যাবে”। আকারে-ইঙ্গিতে মদন ঠিক বুঝিয়েই দিলেন যে তিনি নিজের মন্তব্যে অনড়।

Back to top button
%d bloggers like this: