রাজ্য

বিজেপির সঙ্গে চুপি চুপি যোগাযোগ রেখেছে: অধিকারীদের এক হাত নিলেন মমতা

২১ এর বিধানসভা নির্বাচনে প্রচারের পালা জোরকদমে চলছে। এদিন দক্ষিণ কাঁথির সভাতে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর থেকে তৃণমূল সুপ্রিমো হুইলচেয়ার নিয়েই জনসভা করছেন। এদিন সভা থেকে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করলেন মমতা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর জল্পনা চলছিলই যে তাঁর বাবা সাংসদ শিশির অধিকারীরও বিজেপিতে যোগ দেবেন। রবিবার এগরার সভায় অমিত শাহের পাশেই ছিলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা শিশির অধিকারী।

বেশ কিছুদিন ধরেই অধিকারী পরিবার নিয়ে আবেগপ্রবণ বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, “এদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে। তবেই মেদিনীপুর স্বাধীন হবে। অনেক ভালবাসতাম। ঘরে বসে সিঁদ কাটল। বাড়িতে গিয়ে মা তারার ছবি দিয়ে এসেছিলাম। গদ্দারি করল।” নন্দীগ্রাম আন্দোলনের কথা তুলে অধিকারীদের একহাত নেন মমতা।

আরও পড়ুন: BIG NEWS: কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

তিনি বলেন, “গুলি চলার দিন আমি প্রাণের ঝুঁকি নিয়ে নন্দীগ্রাম গেলেও অধিকারীরা সেখানে ছিলেন না। এমনকি ডাকলেও কারও পাত্তা পাওয়া যায়নি।” মমতা আরও বলেন, “অনেকেই বহুদিন ধরে বিজেপির সঙ্গে চুপি চুপি যোগাযোগ রেখেছে, গল্প করেছে। আমার তাঁদের চাই না। ওদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। আজ আমি মুক্ত। কাঁথিতে আসার জন্য আমাকে আর কারও অনুমতি নিতে হবে না।”

Back to top button
%d