WB Election 2021: এই রে! মুখ ফসকে তোলাবাজির কথা স্বীকার তৃণমূল সুপ্রিমোর, বললেন গ্রামের গরীব লোকেরা ৫-১০ টাকা তোলে

রাজ্যে কাটমানি ও তোলাবাজি নিয়ে প্রতিনিয়ত সরব হয়েছেন নানান বিজেপি নেতৃত্ব। কিন্তু এই প্রসঙ্গ সবসময় এর্যে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ হুগলির সাহাগঞ্জে ডানলপের মাঠে আয়োজিত তৃণমূলের সভায় একরকম ভুল করে হলেও তোলাবাজির কথা স্বীকার করে নিলেন মমতা।
এদিন সভায় কাটমানি ও তোলাবাজির নতুন সংজ্ঞা দেন তিনি। বলেন, গ্রামের গরীব মানুষ ৫ টাকা, ১০ টাকা তোলে বলে, তাদের তোলাবাজ বলে বিজেপি। এদিন সভায় প্রথম থেকেই সুর চড়ান মমতা। প্রসঙ্গ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে সিবিআই-এর জিজ্ঞাসাবাদ নিয়ে। বলেন, “বাড়ির বউকে কয়লাচোর বলছে”। এরপরই কাটমানি ও তোলাবাজির প্রসঙ্গ তোলেন তিনি।
দলের নেতাকর্মীদের সমর্থন করে তিনি জানান যে, “কথায় কথায় তৃণমূলকে তোলাবাজ বলে। আর আপনি কী? আপনি তো সবথেকে বড় দাঙ্গাবাজ। যারা ৫ টাকা, ১০ টাকা তোলে, তাদের তোলাবাজ বলে। আর যারা কোটি কোটি টাকা তোলে, তাদের কী বলে”?
এদিন প্রধানমন্ত্রীকে শানিয়ে মমতা বলেন, “গ্রামের গরীব মানুষ যারা ৫ টাকা, ১০ টাকা তোলেন, তাদের তোলাবাজ বলছে। আর আপনারা যারা দেশ বিক্রি করছেন, কারখানা বিক্রি করছেন, কোটি কোটি টাকার কাটমানি খান, তারা কী?”।
আরও পড়ুন- “তুইও বিক্রি হয়ে গেলি”, সায়নী ঘোষের তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে কটাক্ষ শ্রীলেখার
তবে মুখ্যমন্ত্রী যতই কেন্দ্রকে বিঁধে কথাগুলো বলুন না কেন, নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনিও জকিন্তু একপ্রকার বলেই ফেললেন যে তাঁর দলও তোলা তোলে। গ্রামের মানুষ ৫ টাকা ১০ টাকা তোলা যে তোলেন, দলের মধ্যে যে তোলাবাজি হয়, এই ব্যাপারে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। আর এই কারণেই মুখ ফসকেই হোক বা বিরোধীকে শানাতেই হোক, সত্যি কথাটা বলেই ফেললেন তিনি।