প্রযুক্তি

আর থাকবে না Tata-দের একার রাজত্ব, এবার দুর্ধর্ষ মাইলেজের নতুন ইলেকট্রিক গাড়ি আনছে Maruti-ও

যখন ইলেকট্রিক গাড়ির প্রসঙ্গ ওঠে, তখন Tata-দের মাত দেওয়া বেশ কঠিন। তবে ভারতের অন্যতম বৃহত্তম গাড়ির সংস্থা হয়েও এখনও পর্যন্ত ইলেকট্রিক গাড়ি আনতে পারে নি Maruti। তবে এবার টাটাদের মাত দিতে উদ্যোগ নিল এই সংস্থা। খুব তাড়াতাড়ি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে Maruti।

এবার ইলেকট্রিক গাড়ির বাজারে আধিপত্য বিস্তারের পরিকল্পনা করছে মারুতি সুজুকিও। জানা যাচ্ছে, ভারতে এবার ইলেকট্রিক SUV গাড়ি লঞ্চ করতে চলেছে মারুতি। এটাই হবে এই সংস্থার প্রথম ইলেকট্রিক SUV। চলতি বছর অটো এক্সপো-তে এই গাড়ির উন্মোচন করতে পারে মারুতি।

কী কী ফিচার্স থাকছে মারুতির এই SUV-তে?

এই গাড়ির যে টেস্ট মডেল রাস্তায় পরীক্ষা করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছে তাতে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল দেখা গেছে। বেশ স্টাইলিশ ডিজাইন রয়েছে গাড়ির। থাকবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। অটো এক্সপো-তে গাড়িটির যে সম্ভাব্য প্রকাশ করেছিল মারুতি অনেকটা তার মতোই রয়েছে গাড়ির চেহারা।

কবে লঞ্চ হবে এই গাড়ি?

এই ইলেকট্রিক গাড়ি জাপানি সংস্থা টয়োটার সঙ্গে জুটি বেঁধে তৈরি করবে মারুতি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, পোল্যান্ডে ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে টয়োটার। যদিও সেখানেই কি এই গাড়ি তৈরি করা হবে তা এখনও স্পষ্ট নয়।সূত্রের খবর, 2025 সালে ভারতীয় বাজারে এই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে মারুতি সুজুকি।

টাটা মোটরসের SUV-তে কী কী ফিচার্স রয়েছে?

এই মুহূর্তে দেশে ইলেকট্রিক SUV রয়েছে কেবল টাটা মোটরসের। এই গাড়ি হল টাটা নেক্সন ইভি, যার একাধিক ভার্সন বিক্রি হয় বাজারে। জানা গেছে, মারুতির এই ইলেকট্রিক গাড়িতে থাকবে ৬০kwh ব্যাটারি প্যাক যা ফুল চার্জে ৫০০ থেকে ৫২০ কিমি রেঞ্জ দিতে পারবে। ইলেকট্রিক গাড়িটি লম্বায় ৪.৩ মিটার চওড়ায় ১০৮ মিটার এবং উচ্চতায় ১.৬ মিটার।

টাটা নেক্সন লম্বায় ৩.৯ মিটার, চওড়ায় ১.৮ মিটার আর উচ্চতায় ১.৬ মিটার। মারুতির গাড়ি ও টাটা নেক্সন চওড়া ও উচ্চতায় প্রায় সমান হলেও লম্বায় টাটা নেক্সন কিছুটা কম।

Back to top button
%d bloggers like this: