‘এত ঔদ্ধত্য, এমন কথা বলেন কীভাবে, চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী’, রাজ্য সরকার ফেলে দেওয়ার মন্তব্যে শাহ্’র পদত্যাগের দাবী মমতার

গত সপ্তাহেই বীরভূমে সভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেদিন ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বাংলায় বিজেপির লক্ষ্যমাত্রা বেঁধে দেন তিনি। দলকে চাঙ্গা করতে সিউড়ির সেই সভা থেকে শাহ বলেছিলেন যে বাংলায় বিজেপি যদি লোকসভা নির্বাচনে ৩৫টি আসন পায়, তাহলে ২০২৫ সালেই তৃণমূলের পতন হবে, ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার শাহ্’র সেই মন্তব্যের তীব্র ক্তাক্ষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এই মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবীও জানালেন তিনি।
আজ, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। এদিনের এই বৈঠকে থেকেই অমিত শাহ্’র সভায় করা মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। বলেন, “উৎসবের আমেজ ছিল, তাই কোনও রাজনীতির কথা বলিনি। কিন্তু আজ উত্তরটা দিতেই হচ্ছে। ১৪ এপ্রিল সিউড়িতে জনসভা করতে গিয়েছিলেন অমিত শাহ। তিনি তাঁর দলের হয়ে প্রচার করতেই পারেন, ভাষণ দিতেই পারেন। কিন্তু একথা তিনি কোন আইন মেনে বললেন যে বাংলা থেকে বিজেপি ৩৫ আসনে জিতলে আর অপেক্ষা করতে হবে না, তারপরই তৃণমূল সরকারের পতন ঘটবে”?
মমতার দাবী, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ করে তিনি কখনওই বলতে পারেন না ৩৫টা আসন পাব আর পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলায় সরকার আর থাকবে না। সরকার চলে যাবে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন এ কথার মানে এটাই হয়। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর এতটাই ঔদ্ধত্য যে তিনি দেশকে রক্ষার পরিবর্তে, গণতন্ত্র রক্ষার পরিবর্তে, ফেডারেল স্ট্রাকচার রক্ষা করার পরিবর্তে বলছেন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন”।
এদিন সংবিধান নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, “কোন আইনে তিনি ভাঙতে পারেন? তার মানে কি নিজেরা নিজেরা আইন তৈরি করবেন? তার মানে কি কনস্টিটিউশনও রিপ্লেস হচ্ছে? এ কথা বলার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তাঁর থাকবার কোনও অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবী করছি। গণতান্ত্রিকভাবে”।
বিজেপির আসন সংখ্যার টার্গেট প্রসঙ্গে অমিত শাহ্’কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর পালটা দাবী, ”আগে ৫ আসন পেয়ে দেখান, তারপর ৩৫-এর কথা বলবেন”। এর আগে অমিত শাহর এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেছিলেন, ”একটা আসন পেতেও কালঘাম ছুটবে”। আর আজ মমতার গলাতেও সেই একই মন্তব্যই শোনা গেল।