রাজ্য

‘১০০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ কেউ করতে পারে না, ভগবানও নয়’, দলে দুর্নীতি হয়েছে, কার্যত স্বীকার করে নিলেন মমতা

দুর্নীতির জেরে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গ্রেফতার হওয়ার পর থেকেই শাসক দল কার্যত প্রশ্নের মুখে। নানান দুর্নীতিতে জড়িয়েছে রাজ্য সরকারের নাম। এবার এই নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, “কারও ১০০ শতাংশ দুর্নীতি (corruption) নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। তবে কতটা লোভী হব, সেটা নিজেকে ঠিক করতে হবে”। এদিন দুর্নীতি নিয়ে সিপিএমকেও (CPIM) বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

আজ, সোমবার শিক্ষক দিবস উপলক্ষ্যে বেলা দেড়টা নাগাদ বাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্নীতি নিয়ে সরব হয়ে তিনি বলেন, “অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি ১০০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পারেন? আমি বলব, কেউ পারে না। ভগবানও পারেন না। হাতের পাঁচটা আঙুল কোনওদিনও সমান হয় না”।

তিনি আরও বলেন, “মানুষ ভাল-খারাপ সব রকমের হয়। কেউ কেউ আবার সঙ্গ দোষে খারাপ হয়ে যায়। তবে আমরা কতটা লোভী হব, সেটা আমাদের ঠিক করতে হবে। পয়সা আজ আছে, কাল ফুরিয়ে যাবে”।

এখানেই শেষ নয়, এদিন সিপিএমকেও নিশানা করে মমতা বলেন, “সিপিএম অনেক কিছু করেছে। সবটাই জানা আছে। ওরা কাগজ লোপাট করে দিয়েছে। ফলে কোনও প্রমাণ নেই। কিন্তু আমাদের কাগজপত্র রয়েছে তাই ধরতে পারছে”।

যদিও নিয়োগে কোনও সমস্যা হয়ে থাকলে সেটাকে ভুল বলেই ব্যখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু তা শুধরানোর সুযোগ দিতে হবে। আমরা সেই সুযোগটাই পাচ্ছি না”। একের পর এক নিয়োগ নিয়ে মামলা দায়ের হচ্ছে। এ নিয়েও এদিন উষ্মা প্রকাশ করেন মমতা।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অনেক আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছিল। এরপর গত ২৩শে জুলাই এই দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হন পার্থ। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা। তাঁকেও গ্রেফতার করে ইডি। আপাতত দুজনেই রয়েছেন জেল হেফাজতে।

Back to top button
%d bloggers like this: