রাজ্য

‘টাকা দিয়ে বাংলার সংখ্যালঘুদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি, দাঙ্গা বাঁধাতে চাইছে’, ফের বিস্ফোরক অভিযোগ মমতার

আগামী বছরই লোকসভা নির্বাচন। এর আগে বাংলাকে অশান্ত করার, বাংলায় দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেমদের সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী দাবী মমতার?

তাঁর কথায়, “আমার কাছে খবর এসেছে, বিজেপির কিছু নেতা সংখ্যালঘুদের ভাগাভাগি করার জন্য ক্যাশমানিও তুলে দিচ্ছে। ইমাম, মোয়াজ্জেমদের বলব, যে দুশমনরা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আপনাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করবে। তাদের থেকে দূরে থাকুন। বাংলায় দাঙ্গা লাগাতে দেবেন না। বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে”।

এদিন বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একযোগে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সিপিএমের লোকগুলোর লজ্জা নেই, তাই সিপিএম, কংগ্রেস, বিজেপি জগাই মাধাই গদাই একসাথে বোর্ড গঠন করছে। মিথ্যে প্রচার, দাঙ্গা লাগানোর জন্য তার সঙ্গে জুটেছে আর একটা”। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আর একটা বলতে পরোক্ষভাবে আইএসএফ বিধায়ক নওশাদ কথাই বলতে চাইলেন তৃণমূল নেত্রী।

এদিন বিজেপিকে তুলোধোনা করেন মমতা

এদিন বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “গেরুয়াধারীদের তো ওটাই টার্গেট। ওরা তো চায় সংখ্যালঘুদের টেররিস্ট বানাতে। এনআইএ দিয়ে দেবে। বাংলায় আমি সেটা বরদাস্ত করব না বলে আমার নামে কুৎসা করেছে, অপপ্রচার করেছে। রমজান মাসে আমার ছবি নিয়ে অনেক ব্যঙ্গ করেছে। বিজেপির লোকেরা তো আমার নামটাই পাল্টে দিয়েছিল”।

তাঁর সংযোজন, “কই আমি যখন আদিবাসীদের সঙ্গে ডান্স করি তখন তো কেউ বলেন না। যত রাগ সংখ্যালঘুদের দেখলে। সংখ্যালঘু দেখলেই ওদের রাগ হয়! আজকে যখন বিনা পয়সায় চালটা যায় তখন কি হিন্দু মুসুলমান দেখে যায়। আমি তো ভেদাভেদ করি না। এই ভেদাভেদি বিজেপির মধ্যে রয়েছে। বিলকিসের মামলার অত্যাচারীদেরও ছেড়ে দিয়েছে”।

Back to top button
%d bloggers like this: