জাতীয় পতাকার অবমাননা! জাতীয় পতাকায় মমতা-সহ তৃণমূল প্রার্থীর ছবি, ঘাসফুলের প্রতীক, তুমুল বিতর্কের মুখে শাসক দল

পঞ্চায়েত নির্বাচনের জন্য নিজের প্রচার করতে গিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। জাতীয় পতাকার সাদা রঙের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ তৃণমূল প্রার্থী ছবি, দলীয় প্রতীক এঁকে ফেস্টুন তৈরি করে তুমুল বিতর্কে জড়াল ঘাসফুল শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে।
ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বানীবন গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের ২১৭ নম্বর বুথে। এবারে এই বুথে তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে লড়ছেন দীপা প্রামাণিক। বানিবন গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন উপপ্রধান ছিলেন তিনি। বছরখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দীপা।
ঠিক কী ঘটেছিল?
গত সোমবার রাতে এলাকাবাসীর নজরে আসে একটি ফেস্টুন। তাতে তারা দেখেন জাতীয় পতাকার ন্যায় বানানো সেই ফেস্টুন। আর জাতীয় পতাকার সাদা রঙের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল প্রার্থী দীপা প্রামাণিকের ছবি আর অশোক চক্রের পাশে আঁকা তৃণমূলের দলীয় প্রতীক। এই নিয়ে গুঞ্জন শুরু হতেই সেই ফেস্টুন খুলে নেওয়া হয় তবে তা নিয়ে বিতর্ক ছড়াতে বেশি সময় লাগে নি।
তৃণমূলের কী মত এই প্রসঙ্গে?
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী দীপা প্রামাণিকের স্বামী শ্রীকান্ত প্রামাণিক বলেন, “আমরা একটু মানসিকভাবে সমস্যায় রয়েছি। কারণ বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে একজনের। এছাড়া আমাদের জানা নেই জাতীয় পতাকার মধ্যে দলীয় প্রতীকের চিহ্ন ও প্রার্থীর মুখ এঁকে দেওয়া হয়েছে। এই রকম কাজ আমরা করতে পারি না”।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে ফের একবার তুমুল কটাক্ষ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রমেশ সাধুখাঁ এই প্রসঙ্গে বলেন, “জাতীয় পতাকার জন্য মানুষ আত্মত্যাগ করে সেই জাতীয় পতাকার অবমাননা করেছেন এই তৃণমূল প্রার্থী। এটা দেশদ্রোহিতামূলক কাজ। এই প্রার্থীপদ বাতিলের দাবী জানাচ্ছি”।