সাইকেল চালিয়ে অফিস যেতেই পারেন, তবে দুর্ঘটনা ঘটলে দায় আমি নেব না, জানালেন মুখ্যমন্ত্রী!

নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকেরই ভরসা এখন সাইকেল! অফিসে যাওয়ার সমস্যার সমাধান করতে সোমবার নবান্নে বসে সাইকেল নিয়ে এমনই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানিয়ে দিলেন, সাইকেল নিয়ে রাস্তায় নেমে যদি কারোর কিছু হয় তাহলে দায় সাইকেল চালকেরই।
এই দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা হাজার পাঁচেক সরকারি বাস চালাচ্ছি। তার সঙ্গে বেসরকারি বাস চলছে, ট্যাক্সি অটোও চলছে। তবু মেট্রো রেল ও ট্রেন না চলায় অনেকের সমস্যা হচ্ছে তাই আমরা কলকাতা পুলিশকে বলেছি, কলকাতায় কোন কোন রাস্তায় সাইকেল চালানো যেতে পারে তার তালিকা তৈরি করতে। কোন কোন রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হবে না..’
এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘অ্যাক্সিডেন্ট হওয়ার গ্যারান্টি তো আমি দিতে পারি না। যে চালাবে তাকে নিতে হবে। সবাইকেই নিতে হবে। বিদেশে সাইকেল চালানোর জন্য রাস্তায় আলাদা জায়গা রয়েছে। কিন্তু আমাদের দেশে তা নেই। তাই ছোট ও মাঝারি রাস্তায় কীভাবে সাইকেল চালাতে দেওয়া যায় তা ভেবে দেখতে বলা হয়েছে।’
সেই সঙ্গে মমতা মনে করিয়ে দিয়েছেন, ‘জীবন সব থেকে গুরুত্বপূর্ণ। একটু অফিসে যেতে দেরি হলে মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু একটা জীবন অকালে শেষ হয়ে গেলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।‘