রাজ্য

WB Election 2021: তৃণমূলের মতোই বিজেপির প্রার্থী তালিকাও তারকাময়, কে কোথায় ভোটে দাঁড়াচ্ছেন, দেখে নিন

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে কবে বিজেপির তরফে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে। কারণ, তৃণমূল বা সিপিএমের তরফে অনেকদিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সেই অনুযায়ী শুরু হয়েছে ভোট প্রচারের কাজও। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় ভোট প্রচারে কিছুটা পিছিয়েই ছিল গেরুয়া শিবির।

তবে আজ, বৃহস্পতিবার পঞ্চম থেকে অষ্টম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ১৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। প্রত্যাশা মতোই তৃণমূলের মতো বিজেপির প্রার্থী তালিকাতেও দেখা গেল তারকার আধিক্য।

আরও পড়ুন- বাকী দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, রয়েছে বড় চমক

পালা বদলের শুরুর দিকেই যে তারকা সবচেয়ে প্রথমেই ঘাসফুল ছেড়ে পদ্মবনে যান, তিনি ছিলেন রুদ্রনীল ঘোষ। তিনি যে ভোটের টিকিট পাবেনই, তা বেশ স্পষ্টই ছিল। কিন্তু প্রশ্ন ছিল কোন কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন। ভবানীপুর কেন্দ্র থেকে রুদ্রনীলকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিপক্ষেই রয়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

২০১৯-এ বিজেপিতে যোগ দেন অভিনেত্রী পার্নো মিত্র। তিনি প্রার্থী হয়েছেন বরাহনগর থেকে। ছোটো পর্দার জনপ্রিয় মুখ কৌশিক রায়। মাসখানেক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ময়নাগুড়ির দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল। এই কেন্দ্রে তকার বিপক্ষে রয়েছেন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ।

আরও পড়ুন- প্রার্থী তালিকা ঘোষণা হতেই বড় ধাক্কা খেল গেরুয়া শিবির        

এদিকে, মানিকতলা থেকে প্রার্থী হয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা মোহনবাগান ক্লাবের প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। হরিণঘাটা আসন থেকে টিকিট পেয়েছেন প্রসিদ্ধ লোকশিল্পী অসীম সরকার। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই শ্রাবন্তী নিজে ঘোষণা করেছিলেন যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন। সেই কথাই সত্যি হল। বেহালা পশ্চিম থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে।

Back to top button
%d bloggers like this: