রাজ্য

WB Election 2021: শুক্রবার পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, বাদ যাওয়ার সম্ভাবনা প্রভাবশালী নেতা-মন্ত্রীদের

আগামী শুক্রবারই বিধানসভা নির্বাচনের জন্য পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। এরপরই পুরোদমে শুরু হয়ে যাবে ভোটপ্রচার। প্রার্থী তালিকা প্রকাশের আগে কলকাতায়  দলের প্রার্থী তালিকার খসড়া তৈরি করতে তৃণমূল ভবনে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারল তৃণমূল নেতৃত্ব।

সূত্রের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে একদিকে যেমন অনেক নতুন মুখকেই তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে দেখা যাবে, তেমনিই অন্যদিকে আবার এও শোনা যাচ্ছে যে দলের বেশ কিছু প্রভাবশালী নেতা, মন্ত্রীদের প্রার্থী তালিকা থেকে সরানো হয়েছে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এদিনের বৈঠকে কলকাতার দলের বিধায়ক, সাংসদ ও কলকাতা পুরনিগমের দলের প্রাক্তন কাউন্সিলরদেরও ডাকা হয়েছিল।

আরও পড়ুন- কাল তৃণমূলের! প্রতিপক্ষকে মাত দিয়ে আজ রাতেই কি প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র? জানুন বিস্তারিত

সকলের সঙ্গে কথা বলেই তৈরি করা হয়েছে খসড়া। কোনও কোনও কেন্দ্রে আবার একাধিক নামও থাকতে পারে বলে জানা গিয়েছে। এই খসড়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন- বাংলার গদি জিততে বিজেপির ভরসা মোদী! প্রধানমন্ত্রীকে দিয়ে এক ডজন র‌্যালি করানোর উদ্যোগ

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এ বছর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারে বেশ কিছু প্রভাবশালী নেতা-মন্ত্রীদের নাম। কানাঘুষো শোনা যাচ্ছে যে অর্থমন্ত্রী অমিত মিত্র এবারের ভোটে আও দাঁড়াতে পারেন। বিধায়ক সোনালি গুহও বাদ যেতে পারেন প্রার্থী তালিকা থেকে। বেলগাছিয়া কাশীপুর কেন্দ্রের বিধায়ক মালা সাহাও এ বারের ভোটে হয়ত টিকিট পাবেন না। পরেশ দত্তকেও প্রার্থী তালিকা থেকে দূরে রাখা হয়েছে বলে খবর। এছাড়াও, শোনা যাচ্ছে, শঙ্কর সিং-ও এবারের ভোটে লড়বেন না। তবে আবার অনেক বিধায়ক, মন্ত্রী তাদের পুরনো কেন্দ্র থেকে লড়বেন বলে জানা যাচ্ছে। তবে, এবারে নির্বাচনে নতুন কোন কোন মুখ আসে, সেটাই দেখার।

Back to top button
%d bloggers like this: