BREAKING: জল্পনায় জল, বাদ গেলেন মিঠুন, বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক

গত ৭ই মার্চ মোদীর ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই থেকেই জল্পনা বেড়েছিল যে তিনি আদৌ ভোটে দাঁড়াবেন কী না, এই নিয়ে। মাঝে খবরও এসেছিল যে তিনি কাশীপুর-বেলগাছিয়া থেকে তরুণ সাহার পরিবর্তে ভোটে দাঁড়াবেন। সেখানেতার তুতো বোনের বাড়ি। সেই বাড়িকে নিজের বসতবাড়ি বলে ভোটার কার্ডও নাকি বানাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না।
যাবতীয় জল্পনায় জল ঢালল বিজেপি। জানা গিয়েছে কাশীপুর-বেলগাছিয়াতে তরুণ সাহার বদলে প্রার্থী করা হয়েছে শিবাজি সিনহা রায়কে। অন্যদিকে, চৌরঙ্গীতে শিখা মিত্রকে প্রার্থী করা নিয়েও তৈরি হয় অসন্তোষ। প্রার্থী হতে চাননি শিখা মিত্র, সাফ জানিয়ে দিয়েছিলেন। তাই চৌরঙ্গীতে শিখা মিত্রের জায়গায় এলেন দেবব্রত মাঝি।
আরও পড়ুন- বাবুল সুপ্রিয়র কনভয়ে হামলা তৃণমূল কর্মী-সমর্থকদের, রণক্ষেত্র টালিগঞ্জ
আবার গাইঘাটা থেকে প্রার্থী হলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের আরেক ছেলে সুব্রত ঠাকুরকে। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া, বাগদার প্রার্থী বিশ্বজিত দাস। বালুরঘাটে প্রার্থী হলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। কালিম্পং থেকে প্রার্থী হলেন সুভা প্রদ্গান, দার্জিলিং-এর প্রার্থী নীরজ তামাং জিম্বা, কার্শিয়ং-এর প্রার্থী বিষ্ণু প্রসাদ শর্মা, করণদিঘির থেক প্রার্থী হয়েছেন সুভাষ সিনহা, ইটাহারের প্রার্থী অমিত কুমার কুণ্ডু, রাসবিহারীর প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা, বহরমপুর থেকে প্রার্থী হলেন সুব্রত মৈত্র।