বড় ধাক্কা কংগ্রেসের, সাগরদিঘিতে জেতার পরই তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বাইরন বিশ্বাস, বললেন অভিষেকের থেকেই অনুপ্রাণিত

সাগরদিঘি উপনির্বাচনে জিতে কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় খাতা খুলেছিলেন তিনি। কিন্তু জয়ের পরই হঠাৎই বদলে গেল তাঁর রাজনীতির সমীকরণ। আজ, সোমবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। এর জেরে ফের বিধানসভায় কংগ্রেসের আসন শূন্য হয়ে গেল।
গত ২রা মার্চ সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল। সেই ফলাফলের ৯০ দিনও কাটে নি। এরই মধ্যে বাইরন যোগ দিয়ে দিলেন তৃণমূলে। বাইরনের শপথগ্রহণ নিয়ে কম নাটক হয়নি। শপথগ্রহণে দেরি হওয়ায়, তা নিয়ে তদ্বির করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু সেসবই এখন অতীত।
আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাইরন। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন, অভিষেক যেভাবে নিজের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা দেখে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তাঁর এই সিদ্ধান্ত যে বঙ্গ রাজনীতিকে নাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
সাগরদিঘিতে জেতার পর বাইরনকে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কী তৃণমূলে কখনও যোগ দেবেন? সেই সময় তিনি বলেছিলেন, “আমায় তৃণমূল কিনতে পারবে না। আমি তৃণমূলকে কিনে নেব”। কিন্তু শেষ পর্যন্ত আর সেকথা রাখতে পারলেন না সাগরদিঘির বিধায়ক।