‘আমার মেয়ে সৎ, কোনও দু’নম্বরি কাজ করতেই পারে না’, দাবী নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা হৈমন্তীর মায়ের

নিয়োগ দুর্নীতিতে (recruitment scam) তাঁর নাম সামনে আসার পর থেকেই কার্যত ‘হাওয়া’ মডেল ও অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। তাঁর বেহালার ফ্ল্যাট বা হাওড়ার বাপের বাড়িতেও নেই গোপাল দলপতির (Gopal Dalpati) স্ত্রী। ফোনও সুইচ অফ তাঁর। এরই মধ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হৈমন্তীর মা জানালেন যে তাঁর মেয়ে আসবে।
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে প্রথম শোনা যায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। কয়েকদিন আগে আদালত থেকে বেরোনোর সময় কুন্তল দাবী করেন যে নিয়োগ দুর্নীতির সব টাকা নাকি রয়েছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর অ্যাকাউন্টে। এরপর থেকেই হৈমন্তীকে নিয়ে শুরু হয় চর্চা। তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কী না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
হৈমন্তীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর পরিবারকেও সংবাদমাধ্যমের সামনে পড়তে হয়েছে বারবার। এর আগে হৈমন্তীর মা বুলাদেবী বলেছিলেন যে তাঁর বড় নাকি তাদের জন্য মারা গিয়েছে। এবার তিনি দাবী করলেন, “মেয়ে সামনে আসবে”। কিন্তু কবে আসবে সে? বুলা দেবীর দাবী, সংবাদমাধ্যমে শুনেছেন যে তাঁর মেয়ে আসবে, কিন্তু মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি তাঁর।
হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে থেকে রোল নম্বর লেখা কাগজ মিলেছে। এই প্রসঙ্গে বুলা দেবী বলেন, “আমার বারান্দায় কেউ কিছু ফেলে দিতেই পারে। তাতে আমার কী করার আছে”? হৈমন্তীর মায়ের দাবী, কোনও দুর্নীতির সঙ্গে তাঁর মেয়ের যোগ থাকতে পারে না বুলাদেবী বলেন, “আমার মেয়ে সৎ। সামনে এলেই আপনারা বুঝতে পারবেন”।
গোপালের সঙ্গে কোনও যোগাযোগ হয়েছে কী না, সেই প্রসঙ্গে হৈমন্তীর মা জানান যে গোপালের সঙ্গে যখন তাঁর মেয়ের সদ্য সদ্য বিয়ে হয়েছিল, সেই সময় গোপাল তাদের বাড়িতে গিয়েছিলেন। তাও অনেকদিন আগে। এখন আর কোনও যোগাযোগ নেই বলেই দাবী তাঁর।
তিনি এও জানান যে গোপালের কাজকর্ম নাকি তাঁর মেয়ের ভালো লাগছিল না। তাঁর কথায়, “ভালো লাগছিল না বলেই ও সরে আসতে চেয়েছিল”। বুলাদেবীর দাবী, স্বামীর সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না তাঁর মেয়ের। হৈমন্তীর নিজের রোজগারের টাকাতেই খেতেন। বুলাদেবি এও জানান যে অভিনয়ের পাশাপাশি একটি পার্লারও ছিল হৈমন্তীর।