রাজ্য

মুকুলের অন্তর্ধান রহস্য! লাল ফাইল নিয়ে দিল্লিতে শাহ্‌’র সঙ্গে বৈঠকের জল্পনা, আজই ফের বিজেপিতে ফিরতে পারেন রায়সাহেব

একুশের নির্বাচনে বিজেপির (BJP) টিকিটে লড়ে কৃষ্ণনগর উত্তর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই ফলাফল প্রকাশের পর ছেলে শুভ্রাংশু রায়কে (Shuvrangshu Roy) নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন মুকুল রায় (Mukul Roy)। তিনি আপাতত সেভাবে রাজনীতিতে সক্রিয় না থাকলেও, তাঁকে নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চার অন্ত নেই। আর এরই মধ্যে সামনে এল আরও এক বড় খবর। মুকুলের অন্তর্ধান রহস্য।

বেশ কিছুদিন সেভাবে তাঁর কথা জানা না গেলেও শোনা গিয়েছিল যে বেশ অসুস্থ রয়েছেন তিনি। মস্তিষ্কে জল জমেছে তাঁর। ডিমনেশিয়াতে ভুগছেন রায়সাহেব। আর এরই মধ্যে আচমকা গায়েব হয়ে গেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। অন্তত তাঁর ছেলে শুভ্রাংশের তো তেমনটাই দাবী।

গতকাল, সোমবার রাত ১০টা নাগাদ তিনি সংবাদমাধ্যমে জানান যে বিকেলে নাকি দুটো ছেলে মুকুলকে নিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে, তা তিনি জানেন না। তিনি এও জানান যে এয়ারপোর্ট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। শুভ্রাংশু এও জানান যে তিনি বীজপুর থানাতেও অভিযোগ দায়ের করবেন। অর্থাৎ শুভ্রাংশু এটাই বোঝাতে চেয়েছেন যে তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে।

তবে রাজনৈতিক মহলের মতে, মুকুল পরিকল্পিত ভাবেই দিল্লি গিয়েছেন। তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। মুকুল একটি লাল ফাইল নিয়ে দিল্লি গিয়েছেন বলে খবর। তবে শুভ্রাংশু জানান যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না।

সূত্রের খবর, মুকুল রায় অমিত শাহ্‌’র সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আজ, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা বা এর কিছু পরই হয়ত ফের গেরুয়া শিবিরে ফিরতে পারেন মুকুল, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। আর তেমনটা যদি হয়, তাহলে বঙ্গ রাজনীতি যে অন্যদিকে মোড় নেবে, তা বলাই বাহুল্য। এর আগে বীরভূমে সভা করতে এসে অমিত শাহ বলেছিলেন যে ২০২৫-এ তৃণমূল সরকারের পতন হবে। তাহলে মুকুলের ফের বিজেপিতে প্রত্যাবর্তন দিয়েই সেই পতনের শুরু নয় তো? ওয়াকিবহাল মহলে অবশ্য এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

Back to top button
%d bloggers like this: