রাজ্য

ফের নতুন পালক বাংলার মুকুটে, দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেল রাজ্যের এই গ্রাম, দুবাই থেকেই অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই পর্যটন শিল্পে বেশ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে পাহাড়ে নতুন নতুন হোম স্টে তৈরি করাই হোক বা শহরের সৌন্দর্যায়ন, সব দিকেই অনেক পদক্ষেপ নিয়েছেন তিনি। এবার এই পর্যটনের হাত ধরেই এক নতুন স্বীকৃতি পেল বাংলা। ভারতের সেরা পর্যটন গ্রামের তকমা পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। এই গ্রামকেই সেরার সেরা বলে স্বীকৃত করা হয়েছে পর্যটন মন্ত্রকের তরফে।

ফের নতুন পালক বাংলার মুকুটে, দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেল রাজ্যের এই গ্রাম, দুবাই থেকেই অভিনন্দন মুখ্যমন্ত্রীর 2

বাংলার এই নতুন সাফল্যে সুদূর দুবাইয়ে বসেই অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক্স’হ্যান্ডেলে তিনি লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’ হয়েছিল। সেখানেই কিরীটেশ্বরীকে নির্বাচন করা হয়েছে৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা”।

বলে রাখি, মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির হল ৫১ পীঠের এক পীঠ। কথিত রয়েছে, এই স্থানে নাকি সতীর মুকুট বা কিরীট পড়েছিল। সেই জায়গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মন্দির। প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে৷ রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে এই কিরীটেশ্বরী অন্যতম। মুর্শিদাবাদের এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি ইতিহাসের নানান কাহিনী বহন করে। এবার কিরীটেশ্বরী সৃষ্টি করল নয়া ইতিহাস।

প্রসঙ্গত, এই বছর সেরা পর্যটন গ্রামের ক্য়াটেগরিতে সেরার স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করেছিল ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭৯৫টি গ্রাম। এর মধ্যে সেরার সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে মুর্শিদাবাদের এই সতী পীঠকেই। আগামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রের তরফে রাজ্যের হাতে সেরা পর্যটন গ্রামের পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Back to top button
%d