রাজ্য

চাপের মুখে রাজ্য সরকার! মমতার স্পেন সফরের খরচ কত? সফরসঙ্গীদের নাম কী? সমস্ত তথ্য জানতে চেয়ে RTI করলেন শুভেন্দু

১১ দিনের জন্য বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে স্পেন ও পরে দুবাই সফর রয়েছে তাঁর। মূলত রাজ্যে শিল্প টানার উদ্দেশেই বিদেশ সফরে গিয়েছেন তিনি। স্পেনে গিয়ে কখনও তাঁকে বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে, আবার কখনও রাস্তায় জগিং মুডেও দেখা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফরের জন্য কত খরচ হল, তা জানার অধিকার রয়েছে রাজ্যের মানুষের, এমনটাই মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণে এবার এই সফরের খরচ সম্পর্কে জানতে চেয়ে তথ্যের অধিকার আইনে চিঠি দিলেন শুভেন্দু। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর ও পর্যটন দফতরের কাছে তথ্য চেয়েছেন তিনি।

কিন্তু হঠাৎ এমন চিঠি কেন?

আজ, বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে এই চিঠি দেওয়ার কারণ জানিয়ে শুভেন্দু লেখেন, “গত ১২ সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সপার্ষদ মুখ্যমন্ত্রীর ১১ দিনের এই ‘অফিসিয়াল’ ট্রিপের খরচ এবং তাঁর সফরসঙ্গীদের জন্য যে পরিমাণ খরচ হয়েছে তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। বিরোধী দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আমি রাজ্যের কাছে এবিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে জানতে চেয়েছি, এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে রাজ্যের কি লাভ হল”?

তথ্য জানতে চেয়ে কী কী প্রশ্ন করেছেন শুভেন্দু?

  • এই সফরে কারা মুখ্যমন্ত্রীর সঙ্গী হবেন, তা কীসের নিরিখে বাছা হয়েছে?
  • কতজন গিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে?
  • সফরসঙ্গীদের নাম ও পদ কী কী?
  • কতজন শুরু থেকে সফরসঙ্গী না হলেও, মাঝপথে যোগ দিয়েছেন?
  • ১১ দিনের বিদেশ সফরের মোট খরচ কত? বিমানের ভাড়া, হোটেলে থাকার খরচ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার খরচ ও অন্যান্য সব খরচের হিসেব চাওয়া হয়েছে।

এদিন বিরোধী দলনেতা বলেন, “আমি নিয়মমাফিক তথ্যের অধিকার আইনে তথ্য চেয়েছি সরকারের থেকে। এ ব্যাপারে নবান্ন সহযোগিতা না করলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করব”।

রাজ্য শিল্প দফতরের দাবী, ইতিমধ্যেই স্পেনের একাধিক শিল্প সংস্থা বাংলায় শিল্পের জন্য বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। আজ, বৃহস্পতিবার দুবাইয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও বিনিয়োগকারীদের সঙ্গে সবিস্তার আলোচনা করবেন তিনি। বিশেষ করে লুলু গ্রুপের সঙ্গে বৈঠক নিয়ে বেশ আগ্রহ রয়েছে নবান্নের।

Back to top button
%d