রাজ্য

WB Election 2021: বালিগঞ্জের ভারত সেবাশ্রমে আরতি অমিত শাহ্’র, উঠল ‘মাননীয় অমিত শাহজি কী জয়’ ধ্বনি

গত লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু দক্ষিণ ২৪ পরগণার ভোটে বেগ পেতে পারেনি গেরুয়া শিবির। তাই এবার তৃণমূল কংগ্রেসের ভোটে থাবা বসাতে তৎপর বিজেপি। এই কারণেই আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণায় একঝাঁক কর্মসূচী করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন প্রথমেই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে দক্ষিণ ২৪ পরগণার কর্মসূচী শুরু করবেন শাহ। এরপর যাবেন নামখানা। সেখানে ১২টা ৫০ মিনিটে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন তিনি। এরপর নারায়ণপুরের এক উদ্বাস্তুর বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। তারপর কাকদ্বীপে রোড শো রয়েছে শাহ্‌’র। এরপর সেখানে একটি সভাও করবেন তিনি।

আরও পড়ুন – লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ গেরুয়া শিবিরের! অমিত শাহ্’র হাত ধরে আজই বিজেপিতে হিরো হিরণ

তবে এদিন গঙ্গাসাগরে যাওয়ার আগে নিউটাউনের হোটেল থেকে সোজা বালিগঞ্জের ভারত সেবাশ্রমে পৌঁছন শাহ। সেখানে সেবাশ্রম ঘুরে দেখে আরতিও করেন তিনি। তাঁর উদ্দেশ্যে সেবাশ্রমের সন্ন্যাসীরা ধ্বনি দেন, “মাননীয় অমিত শাহজি কী জয়”। উপহারস্বরূপ অমিত শাহ্‌’র হাতে স্বামী বিবেকানন্দের লেখা একটি বইও তুলে দেন বলে জানা গিয়েছে। এদিন ভারত সেবাশ্রমে গতে শাহ বলেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বে আত্মনির্ভর ভারত গড়ে উঠেছে। বিশ্বজুড়ে ভারতের সম্মান। স্বামী প্রণবানন্দ মহারাজ যে দেশের স্বপ্ন দেখেছিলেন, সেরকম দেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হবে”।

এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে টুইট করে অমিত শাহ লেখেন, “সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন”।

এদিন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ অন্য একটি টুইট করেন। তাঁর মতে মহাপ্রভু শুধুমাত্র ভক্তিবাদের প্রচার করেননি, এর সঙ্গে তিনি জাত-পাত, উচ্চ-নিচ ভেদাভেদের মনোভাবকে কাটিয়ে ওঠার কথাও শিখিয়েছেন।

এদিন কাকদ্বীপে সভা সেরে কলকাতার অরবিন্দ ভবনেও একটি সভা রয়েছে শাহ্‌’র।

Back to top button
%d