জ্যোতিষশাস্ত্র

আগামীকাল জগদ্ধাত্রী পুজোর অক্ষয় নবমী, মায়ের আশীর্বাদে সৌভাগ্য খুলতে চলেছে ৪ রাশির, হবেন আর্থিক লাভবান

আগামীকাল, মঙ্গলবার কুম্ভ রাশিতে গোচর করবে চাঁদ। এছাড়াও আগামীকাল রবি ও আদিত্য মঙ্গল যোগ ও বুধাদিত্য রাজযোগও রয়েছে। আবার এদিনই লক্ষ্য করা যাবে প্রথমে শতভিষা নক্ষত্র ও পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব।

অন্যদিকে, হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার বজরংবলীর দিন। আবার আগামীকাল অক্ষয় নবমী বা আমলা নবমীতে পালিত হবে জগদ্ধাত্রী পুজো। এই সমগ্র বিশ্ব সংসারকে যিনি ধারণ করে আছেন, তিনিই হলেন জগদ্ধাত্রী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামীকাল বিশেষ দিনে দেবীর আশীর্বাদে সৌভাগ্য লাভ করবে চার রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

মঙ্গলবার অক্ষয় নবমীতেএই রাশির জাতক-জাতিকাদের উপর বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব থাকবে। এদিন ব্যবসায় লাভ বাড়বে ও ব্যবসা সম্প্রসারণ করবে। এই রাশির জাতক-জাতিকাদের  দাম্পত্য জীবনে কোনও সমস্যা থাকলে, তা আগামীকাল মিটে যাবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা আগামীকাল কোনও চাকরির প্রস্তাব পেতে পারেন।

বৃষ রাশি

আগামীকাল মা জগদ্ধাত্রীর কৃপা থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এদিন এই রাশির ছাত্র ছাত্রীরা কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষায় সাফল্য পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা যারা সরকারি চাকরি করেন, তারা এদিন আর্থিকভাবে লাভবান হবেন। এই রাশির জাতক-জাতিকাদের আগামীকাল সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে।

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকারা আগামীকাল দেবী জগদ্ধাত্রীর আশীর্বাদ পাবেন। আগামীকাল নিজেকে নিয়ে খুশি থাকবেন এরা। কারোর সমালোচনায় কর্ণপাত করবেন না। আগামীকাল সামাজিক কাজের জন্য এই রাশির জাতক-জাতিকাদের উদ্যোগ প্রশংসা পাবে। সমাজে এই রাশির জাতক-জাতিকাদের জনপ্রিয়তা বাড়বে।

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকারা আগামীকাল নিজের কাজ নিয়ে সুখী থাকবেন। কে আপনার সম্পর্কে কী বলছে, সেই বিষয়ে কান না দিয়ে নিজের কাজে মনোনিবেশ করুন। এই রাশির জাতক-জাতিকারা আগামীকাল ব্যবসায় বিনিয়োগ করলে বড় লাভ পাবেন। আগামীকাল এই রাশির জাতক-জাতিকারা পরিবার ও বন্ধুদের সব কাজে নিজের পাশে পাবেন।

Back to top button
%d