রাজ্য

ফের বেনিয়মের অভিযোগ! আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত মঙ্গলাকান্ত রায়ের, বেজায় ক্ষুব্ধ সঙ্গীতশিল্পী

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যের নানান প্রান্ত থেকে নানান অভিযোগ উঠে আসছে। একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে এই যোজনা নিয়ে। সেসব খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। চলছে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত। এসবের মধ্যেই আবাস যোজনায় ঘর না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জলপাইগুড়ির ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মঙ্গলাকান্ত রায়।

‘পদ্মশ্রী’ সঙ্গীতশিল্পীর অভিযোগ, আবাস যোজনার প্রথম তালিকায় তাঁর নাম ছিল বটে। তবে দ্বিতীয় তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। কেন এমন হল, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মঙ্গলাকান্ত রায়। যদিও এই নিয়ে যুক্তি দিয়েছে প্রশাসন। তাদের যুক্তি, সরকারি প্রকল্পে এর আগেও বাড়ি পেয়েছেন মঙ্গলাকান্ত রায়। তাই আবাস যোজনায় ফের তিনি বাড়ি পেতে পারেন না।

কেন্দ্রের তরফে নির্দিষ্ট করা হয়েছে যে কেউ কী কী শর্তে আবাস যোজনায় বাড়ি পেতে পারেন। সেই শর্ত অনুযায়ী সমীক্ষা করে প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছে। তবে তাতে বেনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, শাসক দল ঘনিষ্ঠদের নাম আবাস যোজনার তালিকায় উঠলেও, যারা সত্যিই যোগ্য তারা আই যোজনায় ঘর পান নি। এবার সেই আবাস যোজনার তালিকা নিয়ে সরব হলেন জলপাইগুড়ির ‘পদ্মশ্রী’ সঙ্গীতশিল্পী মঙ্গলাকান্ত রায়।

প্রসঙ্গত, ময়নাগুড়ির গ্রামে কাঠের দোতলা একটি বাড়িতে থাকেন মঙ্গলাকান্ত রায়। সঙ্গে থাকেন তাঁর স্ত্রী। তাঁর ছেলেমেয়েরা সবাই বাইরে থাকেন। ২০১৭ সালে বঙ্গরত্ন পুরস্কার পাওয়ার পর রাজবংশী সম্প্রদায়ের জন্য সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছেন এই সঙ্গীতশিল্পী। সেই বাড়িতেই থাকেন।

আবাস যোজনায় তাঁর বাড়ি না পাওয়ার বিষয়ে এলাকার বিডিও শুভ্র নন্দী জানিয়েছেন, ”উনি আগেই একটি বাড়ি পেয়েছেন সরকারি প্রকল্পের আওতায়। শর্ত অনুযায়ী একবার বাড়ি পেয়ে গেলে তিনি আর পাবেন না। সেই শর্ত মেনেই আবাস যোজনার দ্বিতীয় তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাঁর। নিয়ম বহির্ভূত কিছুই হয়নি”।

Back to top button
%d