রাজ্য

আরও বড় বিপত্তিতে মন্ত্রীমশাই! এসএসসি নিয়োগ দুর্নীতির পর এবার গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়াল পার্থর

রাজ্যে এখন এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam Case) নিয়ে বিতর্ক বহাল রয়েছে। এই নিয়ে রাজ্য-রাজনীতি কার্যত উত্তাল। এই মামলায় গত শুক্রবার ইডি তল্লাশি চালায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে। এদিনই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে ইডি (ED) উদ্ধার করে ২১ কোটি টাকা, ২০টি মোবাইল ও ৫০ লক্ষের বেশি টাকার গয়না।

গত শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এর জেরে বেশ ফাঁপরে পড়েছেন তৃণমূল মহাসচিব। দল তাঁর পাশ থেকে পুরোপুরি সরে না গেলেও দলের তরফে জানানো হয়েছে যে দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এমন আবহে এবার ফের আরও এক বিপত্তিতে পড়লেন পার্থবাবু। এসএসসি-র পর এবার গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়িয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের।

ইডি কলকাতা হাইকোর্টে দাবী করেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যেসমস্ত নথি উদ্ধার করা হয়েছে, তাতে গ্রুপ ডি সংক্রান্ত নানান নথিও রয়েছে। ইডি-র কথা অনুযায়ী, এই নথির মধ্যে রয়েছে ২০১৬ সালের গ্রুপ ডি-র স্টাফ নিয়োগের ফাইনাল রেজাল্ট, পার্সোনালিটি টেস্টের নথি, বেশ কিছু অ্যাডমিট কার্ড ও আরও নানান নথি।  

এর পাশাপাশি পার্থর বাড়ি থেকেপ্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডের কাগজও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই লেটারপ্যাডের কাগজে বেশ কয়েকজন গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম রয়েছে বলে জানা গিয়েছে।

বলে রাখি, গতকাল রাতে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হবে। এসএসকেএমে তাঁর চিকিৎসা হবে না। সেই নির্দেশ অনুযায়ীই, আজ, সোমবার সকাল সকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের উদ্দেশে পাড়ি দেওয়া হয় পার্থকে নিয়ে। সঙ্গে ছিলেন এসএসকেএমের পার্থর এক চিকিৎসক ও তাঁর আইনজীবী।

Back to top button
%d bloggers like this: