‘চোর পার্থর জন্য আমরা কেন ভুগব’, পার্থর চিকিৎসার জন্য অন্যান্য রোগীদের চিকিৎসা ব্যাহত, রোগীর পরিজনদের বিক্ষোভ ভুবনেশ্বর এইমসের বাইরে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত শনিবার ইডি গ্রেফতার করেছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিনই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। ২ দিনের জেল হেফাজত তাঁর। কিন্তু এজলাসে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএমে ভর্তির নির্দেশ দেয় আদালত। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় পার্থকে।
নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এসএসকেএমে চিকিৎসায় প্রভাবিত করা হতে পারে এই অভিযোগ তুলে হাইকোর্টকে এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানানো হয় ইডির তরফে। সেই অনুযায়ী, গতকাল, রবিবার রাতে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা হবে ভুবনেশ্বর এইমসে।
সেই নির্দেশ অনুযায়ী আজ, সোমবার সকাল ৮টা ২৯ মিনিট নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে পার্থকে নিয়ে যাওয়া ভুবনেশ্বর। সঙ্গে ছিলেন এসএসকেএমের এক চিকিৎসক ও পার্থর আইনজীবী। কিন্তু পার্থ ভুবনেশ্বর পৌঁছতেই সেখানে দেখা যায় বিক্ষোভ। ভুবনেশ্বর এইমসের বাইরে বিক্ষোভে সামিল হন বেশ কিছু মানুষ। কিন্তু কেন এই বিক্ষোভ?
জানা যাচ্ছে, এদিন ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য অন্যান্য রোগীদের চিকিৎসায় ব্যাহত হচ্ছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা হবে এদিন হাসপাতালে, সেই কারণে অন্যান্য রোগীদের যাদের এদিন অপারেশন হওয়ার কথা ছিল, সেই অপারেশন এদিন হবে না।
এর জেরেই ক্ষুব্ধ হন রোগীর পরিজনরা। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবী, ‘চোর পার্থর জন্য আমাদের রোগীরা কেন ভুক্তভোগী হবে’। কারোর কথায়, ‘ওঁর (পার্থ চট্টোপাধ্যায়) নিজের কারণেই ওঁর এই অবস্থা কেন। আমাদের রোগীদের কতদিন ধরে এখানে ভর্তি। তাই কোনও চোরের জন্য আমাদের রোগীর অপারেশন কেন পিছিয়ে দেওয়া হবে?’
রোগীর পরিজনদের এই অভিযোগ যে খুব একটা ভিত্তিহীন, তা তো বলা চলে না। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন তারা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভুবনেশ্বর এইমস কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।