‘দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি’, জন্মদিনে ‘মমতা দিদি’কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, গোটা দিন শুভেচ্ছা বার্তায় ভাসলেন মুখ্যমন্ত্রী

আজ, ৫ই জানুয়ারি ৬৮ বছরে পা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের সকলে তো বটেই, জাতীয় স্তরের নানান নেতা-নেত্রীরাও এদিন একের পর এক শুভেচ্ছা বার্তা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন টুইট করে মুখ্যমন্ত্রীর দীর্ঘ ও সুস্থ জীবনের প্রার্থনা করলেন তিনি।
এদিন টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি”।
Birthday greetings to Mamata Didi. Praying for her long and healthy life. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) January 5, 2023
উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার জয়লাভ করে রাজ্যে নিজের ক্ষমতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তাঁর জন্মদিনে তাঁকে নানান ক্ষেত্রের প্রতিনিধিরা শুভেচ্ছা জানান।
শাসকদলের নানান নেতা-মন্ত্রীদের পাশাপাশি এদিন মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিত্বরাও। এর পাশপাশি দেশের নানান রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় স্তরের নেতারাও জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন মমতাকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। মা কামাখ্যা আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুক”। এছাড়াও মমতাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ। এছাড়াও, কংগ্রেস সাংসদ অমল কোলহে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, এনসিপি প্রধান শরদ পাওয়ারও।